শুক্রবার, ৫ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

প্রচারণায় বিভক্ত আওয়ামী লীগ

দিনাজপুর প্রতিনিধি

প্রচারণায় বিভক্ত আওয়ামী লীগ

দিনাজপুর-৪ (খানসামা ও চিরিরবন্দর) আসনটি বেশির ভাগ আওয়ামী লীগের দখলে ছিল। নির্বাচনে বিএনপি ভোটের লড়াইয়ে আসেনি। আওয়ামী লীগের কৌশলগত কারণে নৌকার প্রার্থীর সঙ্গে আওয়ামী লীগের স্বতন্ত্র  প্রার্থীর লড়াই জমে উঠেছে। এ আসনে আওয়ামী লীগসহ চারজন প্রার্থী ভোটের লড়াইয়ে আছেন। এ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এবং স্বতন্ত্র ট্রাক প্রতীকের প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান তারিকুল ইসলাম তারিকের নির্বাচনি প্রচারণায় বিভক্ত হয়ে পড়েছে নিজ দলের নেতা-কর্মীরা। প্রচার-প্রচারণায় রয়েছেন সমান তালে। এ আসনে ভোটের লড়াইয়ে রয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সদস্য তারিকুল ইসলাম তারিক, জাতীয় পার্টির প্রার্থী মোনাজাত চৌধুরী মিলন ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) প্রার্থী আজিজা সুলতানা। নির্বাচনি মাঠে প্রকাশ্যে জেলা ও উপজেলা পর্যায়ের নেতা-কর্মীদের প্রচারণায় বিভক্তিতে দোটানায় পড়েছেন তৃণমূলের নেতা-কর্মীরা। শেষ পর্যন্ত বিজয়ের হাসি কে হাসবেন তা দেখার অপেক্ষায় স্থানীয়রা।

সর্বশেষ খবর