শুক্রবার, ৫ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

প্রতিদ্বন্দ্বিতার মুখে নৌকা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

প্রতিদ্বন্দ্বিতার মুখে নৌকা

রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে এবার মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ দারা। তাঁকে চ্যালেঞ্জ জানিয়ে মাঠে সাবেক যুবলীগ নেতা ওবায়দুর রহমান। আর তাতেই জমে উঠেছে নির্বাচনের মাঠ। আওয়ামী লীগের একটি অংশ প্রকাশ্য সমর্থন দিয়ে কাজ করছেন ওবায়দুরের ঈগল প্রতীকের পক্ষে। বর্তমান এমপি মনসুর রহমান ছিটকে গিয়ে দলীয় মনোনয়ন পান রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আবদুল ওয়াদুদ দারা।  বর্তমান এমপি ডা. মনসুর রহমান মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। প্রথম দিকে দলের স্বতন্ত্র প্রার্থী ওবায়দুর রহমানও নিষ্ক্রিয়তার পরিচয় দেন। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে দলের সিনিয়র নেতা-কর্মীদের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী ওবায়দুর রহমানও সতেজ হয়ে উঠেছেন।  এ আসনটিতে জাতীয় পার্টির প্রার্থী থাকলেও প্রতিদ্বন্দ্বিতা হবে মূলত এই দুই প্রার্থীর মধ্যে। আওয়ামী লীগ প্রার্থী আবদুল ওয়াদুদ দারা বলেন, নেতা-কর্মী নৌকার সঙ্গেই আছেন।  জয়ের ব্যাপারে আমি আশাবাদী। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী ওবায়দুর  রহমান বলেন, এবার ভোটাররা তাঁকে সুযোগ দেবেন। জয় হবে ঈগলের।

সর্বশেষ খবর