শুক্রবার, ৫ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

লড়াই হবে ত্রিমুখী

টাঙ্গাইল প্রতিনিধি

লড়াই হবে ত্রিমুখী

টাঙ্গাইল-৫ (সদর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন বর্তমান সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন। কিন্তু মনোনয়ন পেয়েছেন যুবলীগের সভাপতিমন্ডলীর সদস্য অ্যাডভোকেট মামুন অর রশিদ। ছানোয়ার হোসেন মনোনয়নবঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীক নিয়ে নির্বাচন করছেন। এ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাথাল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বঙ্গবীর কাদের সিদ্দিকীর ছোট ভাই মুরাদ সিদ্দিকীও। জেলার গুরুত্বপূর্ণ এ আসনে ভোটের লড়াই ত্রিমুখী হবে বলে মনে করছেন স্থানীয় ভোটাররা। দুই স্বতন্ত্র প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েছে নৌকা। এ আসনে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মামুন অর রশিদ, স্বতন্ত্র প্রার্থী হিসেবে বর্তমান সংসদ সদস্য ছানোয়ার হোসেন, স্বতন্ত্র প্রার্থী মুরাদ সিদ্দিকী, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক, তৃণমুল বিএনপি মো. শরিফুজ্জামান খান, বিএনএমের মো. তৌহিদুর রহমান চাকলাদার প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলার আটটি আসনের মধ্যে জেলা সদরের এ আসনটি গুরুত্বপূর্ণ। জেলার রাজনীতি নিয়ন্ত্রিত হয় এখান থেকে। এ কারণে এ আসনের নির্বাচনি  ফলাফল নিয়ে নেতা-কর্র্মী ও সাধারণ মানুষের বরাবরই আগ্রহ রয়েছে।

সর্বশেষ খবর