শুক্রবার, ৫ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

ত্রিমুখী লড়াইয়ে ফ্যাক্টর নীরব ভোটার

সুনামগঞ্জ প্রতিনিধি

ত্রিমুখী লড়াইয়ে ফ্যাক্টর নীরব ভোটার

সুনামগঞ্জ-১ আসনে আওয়ামী লীগ ও দুই স্বতন্ত্র প্রার্থীর মধ্যে ত্রিমুখী লড়াইয়ের আভাস মিলছে। এখানে নির্বাচনে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে উঠতে পারে নীরব ভোটাররা। তারা পাল্টে দিতে পারেন ভোটের চিত্র। এ আসনে নির্বাচনে মূল লড়াইয়ে রয়েছেন বর্তমান সংসদ সদস্য স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। কেটলি মার্কা নিয়ে লড়ছেন ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে থাকা তিনবারের সংসদ সদস্য রতন। আর নৌকার মনোনয়ন পেয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রণজিত সরকার। আরেক স্বতন্ত্র প্রার্থী জেলা শ্রমিক লীগ নেতা সেলিম আহমদ রয়েছেন নির্বাচনের মূল লড়াইয়ে। ধর্মপাশা ও জামালগঞ্জ উপজেলায় মোয়াজ্জেম হোসেন রতন এগিয়ে আছেন। অন্য দুটিতে প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে পারেন। অন্যদিকে মধ্যনগরে নৌকার প্রার্থী রণজিত সরকার ও তাহিরপুরে স্বতন্ত্র প্রার্থী সেলিম আহমদ ভোটারদের কাছে টানার চেষ্টা করছেন।  নৌকার সঙ্গে লড়াইয়ে থাকা দুই স্বতন্ত্র প্রার্থীকে নিয়ে নৌকাবিরোধী ভোটাররা হিসাবনিকাশ কষছেন। শেষ মুহূর্তে যার পাল্লা ভারি হবে, তাকেই সমর্থন দেবেন তারা।

সর্বশেষ খবর