শুক্রবার, ৫ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

উখিয়া-টেকনাফে নৌকা-ঈগলের লড়াই

কক্সবাজার প্রতিনিধি

উখিয়া-টেকনাফে নৌকা-ঈগলের লড়াই

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে নির্বাচনে সাত প্রার্থী থাকলেও এখন পর্যন্ত সাধারণ ভোটারদের যত হিসাবনিকাশ বর্তমান এমপি আওয়ামী লীগ প্রার্থী শাহিন আক্তার এবং স্বতন্ত্রের আবরণে টেকনাফ উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ মো. নুরুল বশরকে ঘিরে। দুই উপজেলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সমর্থন পেতে মরিয়া হেভিওয়েট দুই প্রার্থী। আবার নিজ দলের দুই প্রার্থীকে ঘিরে অনেকে দ্বিধাদ্বন্দ্বে পড়েছেন। সাধারণ নেতা-কর্মীদের অনেকে নির্বাচনে কোন প্রার্থীকে বিজয়ী করবেন তা নিয়ে পড়েছেন দোটানায়। অনেকে আবার আপাতত নির্বাচনি কার্যক্রম থেকে নিজেকে বিরত রেখেছেন। এবার আবদুর রহমান বদি নির্বাচন করতে না পারায় তাঁর স্ত্রী শাহিন আক্তার হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী। স্বতন্ত্র প্রার্থী হয়েছেন টেকনাফ উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ মো. নুরুল বশর। তাঁর প্রতীক ঈগল। জাতীয় পার্টির মনোনীত লাঙল প্রতীকের প্রার্থী অধ্যাপক নুরুল আমিন সিকদার ভুট্টোও নির্বাচনি লড়াইয়ে রয়েছেন।  উখিয়া-টেকনাফ আসনে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ২৬ হাজার ৯৭১ জন।

সর্বশেষ খবর