বুধবার, ১০ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

জামানত খোয়ালেন তাঁরা

জামানত খোয়ালেন তাঁরা

জামানত হারানো প্রার্থীদের মধ্যে কোনো কোনো দলের শীর্ষ নেতারা আছেন। আছেন বর্তমান ও সাবেক সংসদ সদস্য। আছেন সংগীতশিল্পী, শোবিজ তারকারাও। সিলেটের ছয়টি আসনের ৩৫ জন প্রার্থীর মধ্যে বর্তমান সংসদ সদস্য মোকাব্বির খান ও তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরীসহ ২৪ জন জামানত খুইয়েছেন। জামানত হারানো মোকাব্বির খান সিলেট-২ আসনের বর্তমান সংসদ সদস্য ও গণফোরামের নির্বাহী সভাপতি। তৃণমূল বিএনপির মহাসচিব তৈমূর আলম খন্দকার নারায়ণগঞ্জ-১

আসনে জামানত বাঁচানোর মতো ভোট পাননি। এ ছাড়া নেত্রকোনা-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন, রাজশাহী-১ আসনে স্বতন্ত্র ও ঢাকাই সিনেমার নায়িকা মাহিয়া মাহি, পাবনা-২ আসনে বিএনএমের গায়িকা ডলি সায়ন্তনী, বগুড়া-৪ আসনে আশরাফুল হোসেন আলম (হিরো আলম) ও মাদারীপুর-৩ আসনে নকুল কুমার জামানত খুইয়েছেন।

সর্বশেষ খবর