বৃহস্পতিবার, ১১ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

নিজেকে ‘হারাধনের একটি ছেলে’ বলে মনে হয়

--- রাশেদ খান মেনন

নিজস্ব প্রতিবেদক

নিজেকে ‘হারাধনের একটি ছেলে’ বলে মনে হয়

জাতীয় সংসদ ভবনে শপথ গ্রহণের পর জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে জিতে নিজেকে ‘হারাধনের একটি ছেলে’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।  জোটের প্রার্থীদের মধ্যে সমন্বয় ও সহযোগিতা না থাকায় তার প্রভাব নির্বাচনের ফলাফলে পড়েছে বলেও তিনি মন্তব্য করেন। জোটের বেশ কয়েকজন গত সংসদে এমপি ছিলেন। এবার আপনি একা, অনুভূতি কেমন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘হারাধনের একটি ছেলে। টেকাটাই গুরুত্বপূর্ণ। আমার বিজয়টা এবার বিস্ময়কর লেগেছে। কারণ আমি ’৭৩ সাল থেকে এ পর্যন্ত নির্বাচন করে এবার সর্ববৃহৎ ব্যবধানে জিতেছি।  প্রায় ৯০ হাজার ভোটে আমি জিতেছি। আমার এলাকার ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর