মঙ্গলবার, ১৩ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা
নেত্রকোন-৪

হাওরবাসীর জীবনমান উন্নয়নের লড়াই-সংগ্রামে জলি তালুকদার

আলপনা বেগম, নেত্রকোনা

হাওরবাসীর জীবনমান উন্নয়নের লড়াই-সংগ্রামে জলি তালুকদার

হাওরবাসীর জীবন মান উন্নয়নে কাজ করে যাচ্ছেন কমরেড জলি তালুকদার। তিনি সংসদীয় আসন নেত্রকোন-৪ আসনের (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) সিপিবির প্রার্থী হিসেবে দীর্ঘদিন ধরে মাঠে কাজ করছেন। হাওরের সন্তান হিসেবে তিনি অবহেলিত জনপদের পাশে ইজারাপ্রথা বাতিলের দাবিতে লাগাতার আন্দোলন করে যাচ্ছেন। ‘জল যার জলা তার’ এই নীতি বাস্তবায়নে দেশের বিভিন্ন ফোরামেও কথা বলেছেন তিনি। জেলেসহ কৃষকদের নিয়ে মাঠপর্যায়ে অধিকার আদায়ে নিরলসভারে কাজ করে এবার হাওরাবাসীর ফসলডুবির পর এক বছরের জন্য জলমহাল উন্মুক্ত রাখার আন্দোলন করেও সফল হয়েছেন।

তিনি ময়মনসিংহ জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি ও পরবর্তীতে কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক থেকে শুরু করে শ্রমিক আন্দোলনের সাথে যুক্ত হন। এরপর একে একে শ্রমিকদের ন্যায্য মজুরি আদায়ে শ্রমিক আন্দোলনে গুরুত্বপূর্ন ভূমিকা রাখেন। যার জন্যে অসংখ্যবার গ্রেফতারও হন। পাশাপাশি জেলও খেটেছেন তিনি। বর্তমানে গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিউনিস্ট পার্টির ৩ জন সম্পাদকের মধ্যে অন্যতম তিনি।

সর্বশেষ খবর