মঙ্গলবার, ২০ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা
চট্টগ্রাম

চট্টগ্রামে আলোচনার কেন্দ্রে চার আসন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে আলোচনার কেন্দ্রে চার আসন

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের চারটি আসনই ঘুরেফিরে আলোচনার কেন্দ্রবিন্দুতে। মহাজোট, জাতীয় ঐক্যফ্রন্ট ও স্বতন্ত্র— তিন শিবিরেই আছে প্রার্থী নিয়ে নানা সমীকরণ। পক্ষান্তরে কেউ কাউকে ছাড় দেওয়ার লক্ষণও অনেকটা ক্ষীণ। ফলে প্রার্থিতায় নানা মেরুকরণের শঙ্কা থেকেই যাচ্ছে। প্রতিনিয়ত হচ্ছে পটপরিবর্তন। আলোচনার শীর্ষে থাকা আসনগুলো হলো— চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া), চট্টগ্রাম-৫ (হাটহাজারী), চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) এবং চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া)। জানা যায়, চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি। কিন্তু এই আসনে আছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন বাবলু। একজন আওয়ামী লীগের মন্ত্রী, অন্যজন জাপার নীতিনির্ধারণী ফোরামের প্রভাবশালী সদস্য। পক্ষান্তরে একই আসনে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যজোটেও আছে নানা সমীকরণ। এ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন ও সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর এবং সহসভাপতি শিল্পপতি শামসুল ইসলাম। তিনজনই দলীয় মনোনয়ন পেতে তৎপর। ফলে কার ভাগ্যে জুটবে ধানের শীষ, তা নিয়ে শেষ নেই    আলোচনার। এদিকে, চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী আছেন জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম। কিন্তু এ আসনে আছেন জাপার প্রভাবশালী প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। ফলে মহাজোটের কে প্রার্থী হচ্ছেন তা নিয়ে চলছে সরব আলোচনা। এ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ঐক্যফ্রন্টের অন্যতম শরিক বাংলাদেশ কল্যাণ পার্টির  চেয়ারম্যান (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক। এ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক মন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিন ও তার ছেলে ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন এবং সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে ব্যারিস্টার শাকিলা ফারজানা। অন্যদিকে, চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বর্তমান এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরী। কিন্তু এখানেও মহাজোটের অভিন্ন সমীকরণ কাজ করবে বলে  ধারণা ভোটারদের। কারণ এ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জাপার প্রেসিডিয়াম সদস্য সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী। তুলনামূলক ইতিবাচক অবস্থানে আছেন সাবেক মন্ত্রী ও বিএনপি চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী।

সর্বশেষ খবর