শুক্রবার, ২৩ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা
সিলেট-১

বিএনপিতে হেভিওয়েট ইনামকে ঘিরে আলোচনা

নিজস্ব প্রতিবেদক, সিলেট

বিএনপিতে হেভিওয়েট ইনামকে ঘিরে আলোচনা

একাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে মর্যাদাপূর্ণ এই আসনটিতে আওয়ামী লীগের তুলনায় হেভিওয়েট প্রার্থীর দিক দিয়ে পিছিয়ে ছিল বিএনপি। তবে হঠাৎ করে ভাইস চেয়ারম্যান ইনাম আহমদ চৌধুরীকে কেন্দ্র করে সেই ‘সংকট’ যেন কাটিয়ে উঠছে দলটি। প্রাইভেটাইজেশন কমিশনের সাবেক এই চেয়ারম্যান সিলেট-১ আসন থেকে নির্বাচন করতে দলীয় মনোনয়ন ফরম পূরণ করে জমা দিয়েছেন। সিলেট বিএনপির একটি অংশ চাইছিল, আওয়ামী লীগে যেহেতু অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, জাতিসংঘে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত ড. এ কে মোমেন কিংবা সাবেক নির্বাচন কমিশনার ছহুল হোসাইনের মতো হেভিওয়েট কেউ প্রার্থী হবেন, সেহেতু বিএনপি থেকেও সেই মাপের কাউকে প্রয়োজন। বিএনপি নেতা-কর্মীদের এই প্রত্যাশা যেন ইনাম আহমদ চৌধুরীকে দিয়ে পূরণ হচ্ছে। ইনাম আহমদ চৌধুরীর বাড়ি সিলেট-৬ আসনের অন্তর্ভুক্ত। তিনি প্রখ্যাত প্রশাসক ও ক্রীড়া সংগঠক প্রয়াত গিয়াসউদ্দিন আহমদ চৌধুরীর ছেলে। অক্সফোর্ডে পড়াশোনা করা ইনাম আহমদ চৌধুরী ২০০৮ সালে নবম জাতীয় নির্বাচনে সিলেট-৬ আসনে প্রার্থী হতে চেয়েছিলেন। তবে ওই নির্বাচনে আসনটি জোটে থাকা জামায়াতকে ছেড়ে দেয় বিএনপি। এবারও এ আসনটি জামায়াতকে ছেড়ে দেওয়া হতে পারে বলে গুঞ্জন রয়েছে। তবে ইনাম আহমদ চৌধুরী মনোনয়নপত্র সংগ্রহ করার পর থেকেই তাকে নিয়ে সিলেট বিএনপিতে চলছে ব্যাপক আলোচনা। ইনাম আহমদ চৌধুরীও বলছেন, নিজের স্বচ্ছ ভাবমূর্তি, পারিবারিক ইমেজ এবং দেশীয় ও আন্তর্জাতিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নির্বাচনে ইতিবাচক ফল আনতে পারবেন।

সর্বশেষ খবর