শনিবার, ২৪ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা
কুমিল্লা-৩

মনোনয়ন না দেওয়ার আহ্বান

কুমিল্লা প্রতিনিধি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৩ মুরাদনগর আসনের এমপি ইউসুফ আবদুল্লাহ হারুনকে মনোনয়ন দিলে মুরাদনগরবাসী চরম ক্ষতিগ্রস্ত হবে। ক্ষতিগ্রস্ত হবে আওয়ামী লীগের সাংগঠনিক শক্তি ও দলের ত্যাগী নেতা-কর্মীরা। বৃহস্পতিবার ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে ইউসুফ আবদুল্লাহ হারুনকে মনোনয়ন না দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অনুরোধ জানিয়ে লিখিত বক্তব্যে এ কথা বলেন মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আহম্মেদ হোসেন আউয়াল এবং উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. হারুনুর রশিদসহ জেলা ও উপজেলার আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা। সংবাদ সম্মেলনে নেতারা আরও বলেন, ২০১৪ সালে জননেত্রী শেখ হাসিনা দল ও জাতির বৃহত্তর স্বার্থে যখন মুরাদনগর দলীয় মনোনীত প্রার্থী আলহাজ জাহাঙ্গীর আলম সরকারকে প্রত্যাহার করে জাতীয় পার্টির প্রার্থী ঘোষণা করেন তখন নেত্রীর সিদ্ধান্তের বিরোধিতা করে নিজস্ব স্বার্থ উদ্ধারে ইউসুফ হারুন আনারস মার্কা নিয়ে স্বতন্ত্র নির্বাচন করেন।

 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর