শনিবার, ২৪ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

সিলেটে দুটি আসন না পেলে সবকটিতে প্রার্থী দেবে জমিয়ত

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেট জেলার ৬টি আসনের মধ্যে ঐক্যফ্রন্টের কাছে দুটি আসন দাবি করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। সিলেট-৪ ও ৫ আসন জমিয়তকে ছেড়ে না দিলে তারা জেলার সবকটি আসনে দলীয় প্রতীক খেজুরগাছ নিয়ে নির্বাচন করার ঘোষণা দিয়েছে। গতকাল জেলা জমিয়তের প্রচার সম্পাদক মাওলানা সালেহ আহমদ শাহবাগীর স্বাক্ষরিত গণমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়। জমিয়ত নেতারা বলেন, সিলেট-৪ (জৈন্তা-গোয়াইনঘাট-কোম্পানীগঞ্জ) আসন ও সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসন কওমি মাদ্রাসা অধ্যুষিত। এ দুটি আসনের অন্তর্ভুক্ত এলাকায় চার শতাধিক কওমি মাদ্রাসা রয়েছে। অতীতেও এখান থেকে আলেম-ওলামারা বিজয়ী হয়ে সংসদে প্রতিনিধিত্ব করেছেন। তাই আগামী নির্বাচনে সিলেট-৪ আসন থেকে মাওলানা আতাউর রহমানকে এবং সিলেট-৫ আসনে মাওলানা উবায়দুল্লাহ ফারুককে জোটের মনোনয়ন দেওয়ার দাবি জানান জমিয়ত নেতারা।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর