রবিবার, ২৫ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

নৌকা প্রতীকই চান সামাদ ডন

শাহ্ দিদার আলম নবেল, সিলেট

নৌকা প্রতীকই চান সামাদ ডন

সুনামগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী আজিজুস সামাদ ডনকে নিয়ে বাতাসে ভাসছিল গুঞ্জন। তবে জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দেওয়ার গুঞ্জন উড়িয়ে দিয়েছেন প্রয়াত জাতীয় নেতা আবদুস সামাদ আজাদের ছেলে ডন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ঐক্যফ্রন্ট নয়, আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়েই নির্বাচন করতে চান তিনি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ তাকে মূল্যায়ন করবে, এমন বিশ্বাস ডনের। আওয়ামী লীগ সরকারের অর্থমন্ত্রী প্রয়াত শাহ এ এম এস কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়া রাজনৈতিক অঙ্গনকে চমকে দিয়ে যোগ দিয়েছেন ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টে। যে ফ্রন্টের সবচেয়ে বড় দল বিএনপি। রেজা কিবরিয়া হবিগঞ্জ-১ আসন থেকে নির্বাচন করতে গণফোরাম সভাপতি ড. কামালের হাতে মনোনয়ন ফরমও তুলে দিয়েছেন। জাতীয় ঐক্যফ্রন্ট বিএনপির দলীয় ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবে। বিএনপি সরকারের আমলে বোমা বিস্ফোরণে নিহত কিবরিয়ার ছেলে ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন, এ বিষয়টি নিয়ে সরগরম রাজনৈতিক অঙ্গন। এরই মধ্যে গুঞ্জন ছড়িয়ে পড়ে, এবার মনোনয়নবঞ্চিত হলে জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দিতে পারেন আজিজুস সামাদ ডনও। অবশেষে সে গুঞ্জন উড়িয়ে দিয়েছেন তিনি। বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে ডন বলেন, ‘আমার বাবা আজীবন আওয়ামী লীগের রাজনীতি করেছেন। আমিও বাবার পথ ধরে বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতিতে যুক্ত। সব সময় আওয়ামী লীগের প্রতি আস্থা রেখে, দলের সিদ্ধান্ত মেনে কাজ করে চলেছি। আমি নৌকা প্রতীক নিয়েই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই। অন্যসব কথা স্রেফ গুজব।’

আজিজুস সামাদ ডন আরও বলেন, ‘আমার শক্তি তৃণমূল আওয়ামী লীগের নেতা-কর্মী। দীর্ঘদিন ধরে দলের জন্য এলাকায় কাজ করে গণমানুষের ভালোবাসা অর্জন করতে পেরেছি। দলের সিদ্ধান্তের বাইরে আমি কখনই কিছু করিনি। আমার কর্মকাণ্ড মূল্যায়ন করে দল আমাকেই মনোনয়ন দেবে বলে আমি বিশ্বাসী।’ স্বাধীন বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী আবদুস সামাদ আজাদ। ভাষাসৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক এই প্রখ্যাত রাজনীতিবিদ সুনামগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন। তার ছেলে আজিজুস সামাদ ডন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে এ আসন থেকে লড়তে চান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর