রবিবার, ২৫ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

বান্দরবানে দুর্গম ১৪ ভোট কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম ও জনবল পৌঁছাবে সেনা হেলিকপ্টার

কবির হোসেন সিদ্দিকী, বান্দরবান

বান্দরবানে দুর্গম ১৪ ভোট কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম ও জনবল পৌঁছাবে সেনা হেলিকপ্টার

আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ নম্বর বান্দরবান আসনে ভোট গ্রহণের জন্য ১৪টি ভোট কেন্দ্রে হেলিকপ্টার ব্যবহার করা হবে বলে জানিয়েছেন জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ রেজাউল করিম। তিনি বলেন, দুর্গম এলাকা ও যোগাযোগ ব্যবস্থা না থাকায় ভোট গ্রহণের জন্য এসব কেন্দ্রে হেলিকপ্টারের মাধ্যমে নির্বাচনী সরঞ্জাম ও জনবল পৌঁছাতে হয়।

জেলার ১৭৬টি ভোট কেন্দ্রের মধ্যে ১৪টি ভোট কেন্দ্র দুর্গম এলাকা হওয়ায় এগুলোতে নির্বাচনী সরঞ্জাম ও জনবল পৌঁছাতে সেনাবাহিনীর হেলিকপ্টারের প্রয়োজন হবে। কেন্দ্রগুলো হলো রুমা উপজেলায় নুনতিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাকনিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চিংলক পাড়া বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়, থানচি উপজেলায় রেমাক্রী বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড় মধুবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছোট মধু সাখইউ কারবারী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, তিন্দু গ্রুপিংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চাইথোয়াইহ্লা কারবারী পাড়া বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়, জিন্নাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আলিকদমে মাংরুমপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, কুরুকপাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পোয়ামুহুরী মৈত্রী স্কুল রোয়াংছড়ি উপজেলায় রনিন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, দৈয়কুমার পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানে বিভিন্ন আঞ্চলিক দলের প্রভাব থাকলেও মূলত আওয়ামী লীগ বিএনপির মধ্যেই লড়াই হয়ে থাকে। এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বলে শোনা যাচ্ছে বর্তমান সংসদ সদস্য পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং-এর নাম। অপরদিকে বিএনপি প্রার্থী চূড়ান্ত না হলেও নির্বাচন অফিস থেকে মনোনয়ন সংগ্রহ করেছেন জেলা বিএনপির সভাপতি সাবেক মহিলা সংসদ সদস্য ম্যাম্যচিং ও সাবেক সংসদ সদস্য ও রাজপুত্র সাচিং প্রু জেরী এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাবেদ রেজা। সতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন নিয়েছেন ডনাই প্রু নেলী। পার্বত্য জনসংহতি সমিতি এবং ইউপিডিএফ এর পক্ষ থেকে এখনো কেউ মনোনয়ন না নিলেও নির্বাচনের জন্য প্রস্তুত বলে জানান দলটির নেতারা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর