রবিবার, ২৫ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

কুমিল্লার চার হেভিওয়েট মনোনয়ন প্রত্যাশীর ২৬ জন প্রতিদ্বন্দ্বী

মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা

কুমিল্লার চার হেভিওয়েট মনোনয়ন প্রত্যাশীর ২৬ জন প্রতিদ্বন্দ্বী

কুমিল্লায় আওয়ামী লীগ-বিএনপির চার হেভিওয়েট মনোনয়নপ্রত্যাশীর প্রতিদ্বন্দ্বী ২৬ জন। চার হেভিওয়েট মনোনয়নপ্রত্যাশী হলেন— কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেলমন্ত্রী মুজিবুল হক, দলের প্রেসিডিয়াম সদস্য সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক স্বাস্থ্যমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন। সূত্র জানায়, কুমিল্লা-১০ (নাঙ্গলকোট, সদর দক্ষিণ ও লালমাই) আসনের মনোনয়নপ্রত্যাশী পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তার বিপরীতে পঙ্কজ কুমার দাস নামে আরও এক আওয়ামী লীগ নেতা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে রেলমন্ত্রী মুজিবুল হক আসনটির মনোনয়নপ্রত্যাশী। তার বিপরীতে আওয়ামী লীগ নেতা মোহাম্মদ জসিম উদ্দিন, বাহাউদ্দিন রেজা বীরপ্রতীক, আবুল কাশেম ও বজলুর রশীদ মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। কুমিল্লা-৫ (বুুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে মনোনয়নপ্রত্যাশী  সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু। তার বিপরীতে আরও ৭ জন নেতা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তারা হলেন— কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন স্বপন, আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ আবু ছালেক সেলিম রেজা সৌরভ, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য আবদুস সালাম বেগ, আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার আল আমিন, কেন্দ্রীয় যুবলীগ সদস্য মোহাম্মদ আলী চৌধুরী মানিক, সোহরাব খান চৌধুরী ও এস এম জাহাঙ্গীর আলম। কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসন থেকে মনোনয়নপ্রত্যাশী সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন। তার আসনে কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি এ কে এম আবুল কালাম আজাদ মনোনয়নপত্র জমা দিয়েছেন। ড. খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসন থেকেও মনোনয়ন সংগ্রহ করেছেন। এই আসনে তার বিপরীতে মনোনয়ন ফরম জমা দিয়েছেন হোমনা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এ কে এম ফজলুল হক মোল্লা, হোমনা উপজেলা বিএনপির সভাপতি মো. মাহফুজুল ইসলাম, হোমনা উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট আজিজুর রহমান মোল্লা, বিএনপি নেতা ওবায়দুল হক ভুইয়াসহ আরও ৯ জন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর