রবিবার, ২৫ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

গফরগাঁওয়ে ধানের শীষ পেতে প্রবীণের সঙ্গে ডাক্তার-উকিলের লড়াই

ময়মনসিংহ প্রতিনিধি

গফরগাঁওয়ে ধানের শীষ পেতে প্রবীণের সঙ্গে ডাক্তার-উকিলের লড়াই

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১০ গফরগাঁও আসনে বিএনপিতে সম্ভাব্য ছয় প্রার্থীর নাম শোনা গেলেও মূল লড়াই হচ্ছে প্রবীণের সঙ্গে ডাক্তার-উকিলের। তারা হলেন— উপজেলা বিএনপির সভাপতি প্রবীণ নেতা এ বি সিদ্দিকুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডা. মোফাখখারুল ইসলাম রানা, কেন্দ্রীয় তৃণমূল দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আল ফাতাহ খান ও ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির দুইবারের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ড. মীর মিজানুর রহমান মিজান। উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি, ৭৯ ও ৯৬ সালের সাংসদ প্রয়াত ফজলুর রহমান সুলতানের ছোট ভাই এ বি সিদ্দিকুর রহমান বলেন, ‘আমার নামে ১৬টি মামলা রয়েছে। মামলা, জেল-জুলুম নির্বাচনের পথে কোনো সমস্যা হবে না। আমি নির্বাচনের জন্য প্রস্তুত।’

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডা. মোফাখখারুল ইসলাম রানা ছাত্রজীবনে ময়মনসিংহ মেডিকেল কলেজে ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি বলেন, দেশনেত্রী বাংলার জনগণের মুক্তির জন্য কাজ করে যাচ্ছেন। এলাকার নির্যাতিত নেতা-কর্মীদের জন্য যা কিছু করার প্রয়োজন আমি তাই করব। ছাত্রদলের রাজনীতির মধ্য দিয়ে রাজনীতিতে আসেন অ্যাডভোকেট আল ফাতাহ খান। ২০১৩ সালে সরকারবিরোধী আন্দোলনে তিনি নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে ব্যাপক আন্দোলন গড়ে তুলেছিলেন। পরে গ্রেফতার হয়ে দীর্ঘদিন কারাবাস করেন। ফাতাহ খান বলেন, দলের দুঃসময়ে লড়াই-সংগ্রামের পাশাপাশি বিএনপির তৃণমূল থেকে সংগঠনের নেতৃত্ব দিচ্ছি। এলাকায় গণসংযোগ করছি।  অ্যাডভোকেট ড. মীর মিজানুর রহমান বলেন, গত ১০ বছর ধরে একটানা ময়মনসিংহ বিভাগীয় শহর ও গফরগাঁও উপজেলাসহ সব উপজেলার দলের নির্যাতিত নেতা-কর্মীদের রাজনৈতিক মামলা বিনা পয়সায় মোকাবিলা করেছি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর