রবিবার, ২৫ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

শাহ মোয়াজ্জেমের শেষ ইচ্ছা

নিজস্ব প্রতিবেদক

শাহ মোয়াজ্জেমের শেষ ইচ্ছা

বিএনপির ভাইস চেয়ারম্যান বর্ষীয়ান রাজনীতিক শাহ মোয়াজ্জেম হোসেনের জীবনের শেষ ইচ্ছা হলো বেগম খালেদা জিয়ার কারামুক্তি আর মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনা। তিনি বলেন, ভাষা এনেছি, স্বাধীনতা এনেছি। গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়াকেও মুক্ত করে আনব। দেশের হারিয়ে যাওয়া গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করব। দেশে স্বাধীন বিচার ব্যবস্থা এবং আইনের শাসন দেখে যাব। এটাই এখন আমার জীবনের শেষ ইচ্ছা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় সংসদের মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর-সিরাজদিখান) আসনে বিএনপির মনোনয়নে জাতীয় ঐক্যফ্রন্ট থেকে নির্বাচন করতে চান। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে তার গুলশানের বাসভবনে খোলামেলা আলাপকালে তিনি এ প্রত্যাশা ব্যক্ত করেন। সাবেক এই উপপ্রধানমন্ত্রী বলেন, দল মনোনয়ন দিলে আমি নির্বাচনে অংশ নেব এবং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত নেত্রীকে মুক্ত করার এবং গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম চালিয়ে যাব ইনশাআল্লাহ। তিনি বলেন, আমার জীবনে তেমন কোনো চাওয়া-পাওয়া নেই। জীবনের ২০টি বসন্ত রাজনৈতিক কারণে কারাগারে কাটিয়েছি। আটবার এমপি হয়েছি। স্বাধীনতার পর প্রথম জাতীয় সংসদের চিফ হুইপ হয়েছি। দুইবার উপ-প্রধানমন্ত্রীসহ অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছি। আমার বয়স হয়েছে। কতদিন বাঁচব জানি না। কিন্তু যখন দেখলাম আমার নেত্রী তথা গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়াকে স্রেফ একটা মিথ্যা ও ভুয়া মামলায় কারাগারে বন্দী করে রাখা হয়েছে। আর স্বাধীনতাযুদ্ধে যাদের কোনো অবদান নেই, তারাই এখন কোনো না কোনোভাবে দেশের মসনদ দখল করে আছে। দেশকে লুটপাট, দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করেছে। আমার বিশ্বাস, এবার আর বিনা প্রতিদ্বন্দ্বিতায় পার পাবে না ক্ষমতাসীন আওয়ামী লীগ। দেশব্যাপী এবার নীরব ভোট বিপ্লব ঘটাবে বাংলাদেশের মানুষ। আর সে নির্বাচনে বেগম খালেদা জিয়ার জয় হবে। তার দলের প্রতীক, জাতীয় ঐক্যফ্রন্টের প্রতীক ধানের শীষের জয় হবে। সর্বোপরি জয় হবে দেশের জনগণ ও গণতন্ত্রের। তার মাধ্যমেই প্রতিষ্ঠিত হবে মানুষের ভোটাধিকার। 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর