রবিবার, ২৫ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

প্রধানমন্ত্রী আমাদের পরিবারের জন্য অনেক কিছু করেছেন : মুরাদ সিদ্দিকী

মো. নাসির উদ্দিন, টাঙ্গাইল

প্রধানমন্ত্রী আমাদের পরিবারের জন্য অনেক কিছু করেছেন : মুরাদ সিদ্দিকী

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ (সদর) আসনে হিসাব-নিকাশ অনেকটাই পাল্টে যাচ্ছে। দিন যত যাচ্ছে টাঙ্গাইলের তরুণ উদীয়মান জননন্দিত নেতা মুরাদ সিদ্দিকীকে ততই আলোচনার এগিয়ে রাখছেন তৃণমূলের নেতা-কর্মী ও সাধারণ ভোটাররা। গত ৩ বারের জাতীয় সংসদ নির্বাচনে দলীয় ও স্বতন্ত্রভাবে নির্বাচন করে হেভিওয়েট প্রার্থীদের সঙ্গে সামান্য ভোটের ব্যবধানে হেরে গেলেও জনগণ থেকে বিচ্ছিন্ন হননি তিনি। যার কারণে আওয়ামী লীগের পরিবারে জন্ম নেওয়া এই নেতা দিন দিন জনপ্রিয়তার শীর্ষে উঠে আসছেন। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোট ও ঐক্যফ্রন্টের প্রার্থীদের লড়াই করতে হবে জননেতা মুরাদ সিদ্দিকীর সঙ্গে। তৃণমূলে একটি কথাই উচ্চারিত হচ্ছে— যে প্রার্থীই আসুক এবার স্লোগান হবে নিজেই খাইয়া মুরাদ সিদ্দিকী। দরগায় খাইয়া মুরাদ সিদ্দিকী। এ আসনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মানোনয়নপত্র সংগ্রহ করেছেন বর্তমান এমপি আলহাজ মো. ছানোয়ার হোসেন, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নাহার আহমেদ। বিএনপি থেকে মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকু। মুরাদ সিদ্দিকী বলেন, আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের পরিবারের জন্য অনেক কিছু করেছেন। কিন্তু আমার পরিবারের বড় ভাইয়েরা সেটা সঠিক ব্যবহার করতে পারেননি। তিনি বলেন, আমি আওয়ামী লীগের ঘরে জন্ম গ্রহণ করেছি। আমাকে বিভিন্ন ঐক্যফ্রন্ট থেকে নির্বাচনে অংশ নেওয়ার জন্য পারিবারিক চাপ থাকলেও আমি সব স্তরের সাধারণ মানুষের কথা ভেবেই স্বতন্ত্র হিসেবেই নির্বাচন করার জন্য স্থির রয়েছি। আমি জানি ইনশাআল্লাহ আমি স্বতন্ত্র নির্বাচন করলেও বিপুল ভোটের ব্যবধানে জয় লাভ করব।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর