রবিবার, ২৫ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

বাউফলে কে হবেন নৌকার মাঝি?

বাউফল প্রতিনিধি

বাউফলে কে হবেন নৌকার মাঝি?

পটুয়াখালী-২ বাউফল আসনে কে হবেন নৌকার মাঝি? এ নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। এ আসনে আওয়ামী লীগ থেকে ৬ বার নির্বাচিত এমপি ও জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজকে ঠেকাতে একাট্টা হয়েছেন কয়েকজন নব্য আওয়ামী লীগ, যাদের পরিবারের অধিকাংশ সদস্যই বর্তমানে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। আ স ম ফিরোজ যাতে নৌকার মনোনয়ন না পান সে জন্য তারাই এখন উঠেপড়ে লেগেছেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ওই চক্রটি আবার চিফ হুইপ আ স ম ফিরোজকে ঠেকাতে অপতসপরতা শুরু করেছেন। বাউফল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব হাওলাদার বলেন, ওই কুচক্রী মহল আওয়ামী লীগের নাম ব্যবহার করে আওয়ামী লীগের বিরুদ্ধেই ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। যাতে করে বাউফল উপজেলা আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করা যায়।

বাউফল উপজেলা যুবলীগের সভাপতি শাহজাহান সিরাজ বলেন, স্বাধীনতার পর থেকে আ স ম ফিরোজ সাহেব এ আসনটি আওয়ামী লীগকে উপহার দিয়ে আসছেন। জনপ্রিয়তায়  ঈর্ষান্বিত হয়ে কয়েকজন নব্য আওয়ামী লীগ নির্বাচনকালীন সময় উঠেপড়ে লেগেছেন। আ স ম ফিরোজকে রাজনীতি থেকে সরিয়ে দিতে পারলে নির্বাচনে প্রতিপক্ষ বিএনপি প্রার্থীর জয়ের পথ সুগম হয়। বাউফল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. রিয়াজ সিকদার বলেন, হাই কোর্টে রিটকারী হলেন, বাউফল পৌরসভার মেয়র জিয়াউল হক জুয়েল। তিনি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকও বটে। এক প্রভাবশালী আওয়ামী লীগ নেতার আশীর্বাদপুষ্ট হওয়ার কারণে তিনি জেলার এই সাংগঠনিক পদটি পেয়েছেন। এখন তার এমপি হওয়ার খায়েশ হয়েছে। আর তাকে সহযোগিতা করছেন সরকারের এক আমলা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর