সোমবার, ২৬ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

নৌকার যত নতুন মাঝি

নৌকার যত নতুন মাঝি

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীদের নাম ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এবার যেহেতু সব দলের অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে তাই আওয়ামী লীগ পরিচ্ছন্ন ভাবমূর্তি ও এলাকায় গ্রহণযোগ্যতার ভিত্তিতে নির্বাচনে লড়াইয়ের জন্য টিকিট দিচ্ছে আর এই প্রক্রিয়ার মধ্য দিয়ে উঠে এসেছে অনেক নতুন মুখ। বিজয়ের সম্ভাবনা বিবেচনায় এবার নতুন কিছু মুখ বেছে নিয়েছে টানা দুইবার সরকারে থাকা আওয়ামী লীগ। গতকাল প্রার্থীদের নাম ঘোষণার ব্যাপারে শীর্ষ নেতারা বলছেন, দলীয় কোন্দলে জড়িত, এলাকায় যোগাযোগ কম থাকা এবং নানা কারণে বিতর্কিতদের এবার বাদ দেওয়া হয়েছে। অগ্রাধিকার দেওয়া হয়েছে পরিচ্ছন্ন ভাবমূর্তির নিবেদিতপ্রাণ রাজনীতিকদের। তাই আওয়ামী লীগ নির্বাচনী লড়াইয়ে বেশ কিছু আসনে নতুন মুখ হাজির করেছে। তারা হলেন- ড. আবদুস সোবহান গোলাপ (মাদারীপুর-৩), সাদেক খান (ঢাকা-১৩), মাশরাফি বিন মর্তুজা (নড়াইল-২), নূর মোহাম্মদ (কিশোরগঞ্জ-২),  ইঞ্জিনিয়ার মোজাফফর (জামালপুর-৫), ইকবাল হোসেন অপু (শরীয়তপুর-১), ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল (চট্টগ্রাম-৯), শাহীন আক্তার চৌধুরী (কক্সবাজার-৪), অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম (টাঙ্গাইল-৮), মনোয়ার হোসেন মনু (ঢাকা-৫), শ ম রেজাউল করিম  (পিরোজপুর-১), ড. এ কে আবদুল মোমেন (সিলেট-১),  এ কে এম এনামুল হক শামীম (শরীয়তপুর-২) ও সাইফুজ্জামান শিখর (মাগুরা-১)। এ আসনগুলোতে বর্তমান সংসদ সদস্য হিসেবে রয়েছেন যথাক্রমে আ ফ ম বাহাউদ্দিন নাছিম, জাহাঙ্গীর কবির নানক, শেখ হাফিজুর রহমান, অ্যাডভোকেট সোহরাব উদ্দিন, রেজাউল করিম হীরা, বি এম মোজাম্মেল হক, মহাজোটের অংশীদার জাতীয় পার্টির জিয়াউদ্দিন আহমেদ বাবলু, আবদুর রহমান বদি, অনুপম শাহজাহান জয়, হাবিবুর রহমান মোল্লা। এবার অনেক বেশি আলোচনা চলেছে মাগুরা-১ আসন নিয়ে। এ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে আছেন সাবেক ছাত্রনেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব (এপিএস) সাইফুজ্জামান শিখর। মাগুরা জেলা আওয়ামী লীগে প্রকাশ্য কোনো গ্রুপিং-লবিং নেই। তবে নেতৃত্বের প্রতিযোগিতা আছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে অধিকাংশ চেয়ারম্যান আওয়ামী লীগ থেকে নির্বাচিত হয়েছেন। এ আসনে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ব্রিগেডিয়ার জেনারেল এ টি এম আবদুল ওয়াহ্হাব (অব.)। জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ডা. প্রফেসর এম এস আকবরের মৃত্যুর পর উপনির্বাচনে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর