সোমবার, ২৬ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

৬০ আসনে প্রার্থী দিয়েছে বাসদ

নিজস্ব প্রতিবেদক

একাদশ সংসদ নির্বাচনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল— বাসদ সারা দেশের ৬০টি সংসদীয় আসনে প্রার্থী দিয়েছে।

গতকাল তাদের মই মার্কায় প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। প্রার্থীরা হলেন— নীলফামারী-১ (ডোমার-ডিমলা) ইউনুস আলী, লালমনিরহাট-৩ (সদর) আবু তৈয়ব মো. আজমুল হক পাটোয়ারী (পুতুল), রংপুর-৩ (সদর) আবদুল কুদ্দুস, রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) সাদেক হোসেন, রংপুর-৫ (মিঠাপুকুর) মমিনুল ইসলাম, কুড়িগ্রাম-২ (সদর-রাজারহাট-ফুলবাড়ী) মোনাব্বের হোসেন মিন্টু, কুড়িগ্রাম-৩ (উলিপুর) সাঈদ আখতার আমিন, কুড়িগ্রাম- ৪ (রৌমারী-রাজীবপুর) আবুল বাশার মঞ্জু, গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) গোলাম রাব্বানী, গাইবান্ধা-৩ (সাদুল্লাহপুর-পলাশবাড়ী) সাদেকুল ইসলাম গোলাপ, জয়পুরহাট-১ (সদর-পাঁচবিবি) অধ্যক্ষ ওয়াজেদ পারভেজ, জয়পুরহাট-২ (আক্কেলপুর- ক্ষেতলাল-কালাই) উৎপল দেব, বগুড়া-৩ (আদমদীঘি-ধুপচাচিয়া) আবদুল গাফ্ফার, বগুড়া-৫ (শেরপুর-ধুনট) দেলোয়ার হোসেন, বগুড়া-৬ (সদর) সাইফুজ্জামান টুটুল, বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) শহীদুল ইসলাম, নওগাঁ-১ (সাপাহার-পোরশা-নিয়ামতপুর) মঙ্গল কিসকু, নওগাঁ-২    (পত্নীতলা-ধামুরহাট) দেবলাল টুডু, নওগাঁ-৩ (মাহেদপুর-বদলগাছী) জয়নাল আবেদীন মুকুল, রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আলফাজ হোসেন যুবরাজ, সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) নব কুমার কর্মকার, সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আবদুল আলিম, কুষ্টিয়া-৩ (সদর) শফিউর রহমান শফি, ঝিনাইদাহ-২ (সদর-হরিনাকুন্ডু) অ্যাডভোকেট আসাদুর রহমান, যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) মো. আলাউদ্দিন, খুলনা-৩ (খালিশপুর-দৌলতপুর) জনার্দন দত্ত নান্টু, সাতক্ষীরা-২ (সদর) নিত্যানন্দ সরকার, সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ) ইশারত আলী, বরগুনা-১ (সদর-আমতলী-তালতলী) ফেরদৌস আহম্মেদ, পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালি) জহিরুল ইসলাম সবুজ, টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী), আবদুস সামাদ, কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) অ্যাডভোকেট শফিকুল ইসলাম, কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) সাজেদুল ইসলাম সেলিম, ঢাকা-৮ (শাহবাগ-পল্টন-মতিঝিল) প্রকৌশলী শম্পা বসু, ঢাকা-১৩ (মোহাম্মদপুর) খালেকুজ্জামান লিপন, ঢাকা-১৭ (গুলশান-বনানী-ক্যান্টনমেন্ট) আহসান হাবিব বুলবুল, ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) সৌমিত্র দাস, গাজীপুর-১ (সদর-কালিয়াকৈর) রাহাত আহমেদ, গাজীপুর-২ (সদর-টঙ্গী) আবদুল কাইয়ুম, গাজীপুর-৩ (সদর-শ্রীপুর) কুদ্দুস সিকদার, নরসিংদী-১ (সদর) অ্যাডভোকেট মোবারক হোসেন, নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) জাহাঙ্গীর আলম গোলক, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) বেলায়েত হোসেন, নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) সেলিম মাহমুদ, নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আবু নাঈম বিপ্লব, গোপালগঞ্জ-১ (মুকসুদপুর-কাশিয়ানী) ইসহাক আলী, সিলেট-১ (সদর) জোবায়ের আহম্মেদ সুমন, মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) অ্যাডভোকেট মঈনুর রহমান মগনু, হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল)      চৌধুরী  ফয়সল সোয়েব, হবিগঞ্জ-২   (আজমিরিগঞ্জ-বানিয়াচং) জাবেদ আহমেদ, হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) মুজিবুর রহমান ফরিদ, চাঁদপুর-৩ (সদর-হাইমচর) শাহজাহান তালুকদার, চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আনিসুজ্জামান ভূইয়া, ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) ডা. হারাধন চক্রবর্ত্তী, নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) মহিনউদ্দিন চৌধুরী লিটন, নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) সিরাজউল্লাহ, লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) অ্যাডভোকেট মিলন মণ্ডল, চট্টগ্রাম-১০ (পাহাড়তলী, হালিশহর, খুলসী, ডবলমুরিং) মহিন উদ্দিন, চট্টগ্রাম-১২ (পটিয়া) স.ম. ইউনুস এবং কক্সবাজার-১ (চকোরিয়া-পেকোয়া) রফিকুল আহ্সান বুলবুল।

সর্বশেষ খবর