সোমবার, ২৬ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা
বাম জোটের অভিযোগ

একচোখা নীতিতে ইসি

নিজস্ব প্রতিবেদক

নির্বাচন কমিশনের বিরুদ্ধে একচোখা নীতি গ্রহণ ও পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেছে ৮-দলীয় বাম গণতান্ত্রিক জোট। ইসিকে একচোখা আচরণ পরিহার করে আস্থা ফিরিয়ে আনার আহ্বান জানিয়ে বাম জোট বলেছে, নির্বাচন কমিশনের কার্যকর ভূমিকা দেখা যাচ্ছে না। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেড় শতাধিক আসনে লড়ছেন বাম জোটের প্রার্থীরা। গতকাল পুরানা পল্টনে মুক্তি ভবনে বাম গণতান্ত্রিক জোটের সভায় বক্তারা এসব কথা বলেন। সিপিবির সাধারণ সম্পাদক ও বাম জোটের সমন্বয়ক মো. শাহ আলমের সভাপতিত্বে ওই সভায় বক্তব্য দেন সিপিবির কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন প্রিন্স, আবদুল্লাহ আল ক্বাফী রতন, বাসদের কেন্দ্রীয় নেতা বজলুর রশীদ ফিরোজ, কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন নান্নু, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, কেন্দ্রীয় নেতা মমিনুর রহমান বিশাল, বাসদের (মার্কসবাদী) কেন্দ্রীয় নেতা মানস নন্দী, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আকবর খান প্রমুখ। এতে বাম গণতান্ত্রিক জোটের নির্বাচনী ইশতেহারসহ দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। সভায় বাম নেতারা ইসির বিরুদ্ধে অভিযোগ তুলে ধরে বলেন, জোট-মহাজোট-ফ্রন্ট নির্বাচনে প্রার্থী মনোনয়নের নামে শোডাউন, নীতি-নৈতিকতাহীনভাবে দল বদল, টাকার খেলা অব্যাহত রেখে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছে, অথচ নির্বাচন কমিশন নির্বিকার। বলা হচ্ছে, আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচন কমিশনের কথা ছাড়া কাজ করছে না। কিন্তু এখন পর্যন্ত তাদের নিরপেক্ষ অবস্থান পরিষ্কার করতে পারেনি। পুলিশ দিয়ে প্রিসাইডিং অফিসার ও পোলিং এজেন্টদের খোঁজখবর নেওয়ার প্রবণতা বন্ধ হয়নি। কোনো কোনো মন্ত্রী-এমপির ক্ষমতার দাপট ও প্রশাসনকে ব্যবহার বন্ধ করা যায়নি। এ বিষয়ে পত্র-পত্রিকায় খবর বের হলেও নির্বাচন কমিশনের কার্যকর ভূমিকা দেখা যাচ্ছে না।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর