সোমবার, ২৬ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

বাগেরহাটের দুটি আসন থেকে মনোনয়ন পেলেন পিতা-পুত্র

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাট জেলার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪টি সংসদীয় আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রাপ্তরা হলেন, বাগেরহাট-১ শেখ হেলাল উদ্দিন, বাগেরহাট-২ শেখ সারহান নাসের তন্ময়, বাগেরহাট- ৩ হাবিবুন নাহান তালুকদার, বাগেরহাট-৪ ডা. মোজ্জাম্মেল হোসেন। বাগেরহাটের ৪টি সংসদ আসনের মধ্যে বঙ্গবন্ধু পরিবারের দুই সদস্য পিতা-পুত্র পাশাপাশি দুটি আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। এরই মধ্যে বাগেরহাট-১ (ফকিরহাট-মোল্লাহাট ও চিতলমারী) আসনের প্রার্থী এমপি শেখ হেলাল উদ্দিনের ছেলে শেখ সারহান নাসের তন্ময় বাগেরহাট-২ (বাগেরহাট সদর ও কচুয়া) আসন থেকে আওয়ামী লীগের হয়ে লড়বেন। বাগেরহাটের ৪টি আসনের মধ্যে এবার সদর আসনে এমপি মীর শওকাত আলী বাদশা এবার দলীয় মনোনয়ন পাননি। এই আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন শেখ সারহান নাসের তন্ময়।

সর্বশেষ খবর