সোমবার, ২৬ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

বরগুনা-১ আসনে আনন্দ, বরগুনা-২ আসনে ক্ষোভ!

বরগুনা প্রতিনিধি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ (বরগুনা-আমতলী-তালতলী) আসনে ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে মনোনয়ন দেওয়ায় আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করেছেন তৃণমূলের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। তাত্ক্ষণিকভাবে মনোনয়ন নিশ্চিত হওয়ায় বিভিন্ন স্থানে আনন্দ মিছিল করেন কর্মীরা। আমতলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মতিয়ার রহমান বলেন, এখন আর দলের মধ্যে কোনো বিরোধ নেই, সব বিরোধের অবসান হয়েছে। নেত্রীর নির্দেশে সবাই ঐক্যবদ্ধভাবে নৌকা নিয়ে নির্বাচনে জয়ী হব ইনশা আল্লাহ। বরগুনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্বাস হোসেন মন্টু মোল্লা বলেন, নৌকার প্রশ্নে সব নেতা-কর্মী ঐক্যবদ্ধ। আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে নেত্রীর নির্দেশ মানতে হবে। এর কোনো বিকল্প নেই। অপরদিকে বরগুনা-২ (বেতাগী-বামনা-পাথরঘাটা) আসনের চিত্র সম্পূর্ণ বিপরীত। স্বাধীনতাবিরোধী রাজাকার কমান্ডার খলিলুর রহমানের ছেলে শওকত হাচানুর রহমান রিমনকে পুনরায় মনোনয়ন দেওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এ আসনের আওয়ামী লীগের পরীক্ষিত নেতা-কর্মীরা। ‘কোনো যুদ্ধ অপরাধীর সন্তানকে মনোনয়ন দেওয়া হবে না’। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার এ বক্ত্যবের সত্যতা ও বাস্তবতা খুঁজে ফিরছে নেতা-কর্মীরা। পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. জাবির বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে রাজনীতি করছি। মানসিক যন্ত্রণা নিয়ে নেত্রীর নির্দেশে কাজ করতে হবে, তবে জনগণ কতটুকু সাড়া দেবে তা জানি না। বেতাগী-বামনা-পাথরঘাটার আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে আলাপ করলে তারা বিভিন্নভাবে তাদের ক্ষোভ ও কষ্টের কথা ব্যক্ত করেন।

সর্বশেষ খবর