মঙ্গলবার, ১৮ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
রংপুর-৬

আত্মবিশ্বাসী স্পিকার শিরীন শারমিন

নিজস্ব প্রতিবেদক, রংপুর

আত্মবিশ্বাসী স্পিকার শিরীন শারমিন

রংপুর-৬ পীরগঞ্জ আসনের নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন মহাজোটের প্রার্থী জাতীয় সংসদের স্পিকার আওয়ামী লীগের ড. শিরীন শারমিন চৌধুরী। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে চাইছেন নৌকা মার্কায় ভোট। করছেন একের পর এক পথসভা ও গণসংযোগ। বিলি করছেন সরকারের উন্নয়নের কথা-সংবলিত প্রচারপত্র। উন্নয়নের ধারা অব্যাহত রাখার অঙ্গীকারও ব্যক্ত করছেন ড. শিরীন শারমিন। গত পাঁচ বছরে তিনি এ আসনের ব্যাপক উন্নয়ন করায় উন্নয়নমূলক কাজই তার ভোটব্যাংক বলে মনে করছেন ভোটাররা। ড. শিরীন শারমিন প্রার্থী হওয়ায় এ আসনে জাতীয় পার্টি কোনো প্রার্থী দেয়নি। তাই জাতীয় পার্টিও সমর্থন দিচ্ছে তাকে। গতকাল সোমবার পীরগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডে গণসংযোগ ও পথসভা করেন ড. শিরীন শারমিন চৌধুরী।

পথসভায় তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার দেশকে যেভাবে এগিয়ে নিয়েছে, অতীতে কোনো সরকারই এমন উন্নয়ন করতে পারেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত ৫ বছরে পীরগঞ্জের ১৫টি ইউনিয়নের সমস্যাগুলো চিহ্নিত করে বাস্তবমুখী উন্নয়ন ও প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। এ ছাড়া দৃষ্টিনন্দন শহীদ মিনার, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণসহ অগণিত উন্নয়নমূলক কাজ করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর