মঙ্গলবার, ১৮ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
কুমিল্লা-৬

দুজনই বলছেন প্রধান সমস্যা মাদক

কুমিল্লা প্রতিনিধি

দুজনই বলছেন প্রধান সমস্যা মাদক

কুমিল্লা-৬ (আদর্শ সদর, সিটি করপোরেশন এবং কুমিল্লা সেনানিবাস)  জেলার গুরুত্বপূর্ণ এ আসনে একাদশ সংসদ নির্বাচনে চারজন প্রার্থী। তাদের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে আওয়ামী লীগের প্রার্থী আ ক ম বাহাউদ্দিন বাহার ও বিএনপির আমিন-উর-রশিদ ইয়াছিনের মধ্যে। দুজনেই বলছেন কুমিল্লার প্রধান সমস্যা মাদক। তারা কুমিল্লার মাদক নির্মূলে কাজ করতে চান। আ ক ম বাহাউদ্দিন বাহার বলেছেন, কুমিল্লা সীমান্তবর্তী জেলা, এখানে মাদক একটি বড় সমস্যা; তা পুরোপুরি নিয়ন্ত্রণ করা যায়নি। তিনি পুনরায় নির্বাচিত হয়ে মানুষকে সঙ্গে নিয়ে সেই কাজটিও সম্পন্ন করতে চান। আমিন-উর-রশিদ ইয়াছিন বলেন, মাদক কুমিল্লার প্রধান সমস্যা। এতে অনেক সংসার ধ্বংস হচ্ছে। অনেক মেধা নষ্ট হচ্ছে। আমি নির্বাচিত হলে কুমিল্লাকে শতভাগ মাদকমুক্ত করব। বর্তমানে দুজনেই ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর