কুমিল্লা-৬ (আদর্শ সদর, সিটি করপোরেশন এবং কুমিল্লা সেনানিবাস) জেলার গুরুত্বপূর্ণ এ আসনে একাদশ সংসদ নির্বাচনে চারজন প্রার্থী। তাদের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে আওয়ামী লীগের প্রার্থী আ ক ম বাহাউদ্দিন বাহার ও বিএনপির আমিন-উর-রশিদ ইয়াছিনের মধ্যে। দুজনেই বলছেন কুমিল্লার প্রধান সমস্যা মাদক। তারা কুমিল্লার মাদক নির্মূলে কাজ করতে চান। আ ক ম বাহাউদ্দিন বাহার বলেছেন, কুমিল্লা সীমান্তবর্তী জেলা, এখানে মাদক একটি বড় সমস্যা; তা পুরোপুরি নিয়ন্ত্রণ করা যায়নি। তিনি পুনরায় নির্বাচিত হয়ে মানুষকে সঙ্গে নিয়ে সেই কাজটিও সম্পন্ন করতে চান। আমিন-উর-রশিদ ইয়াছিন বলেন, মাদক কুমিল্লার প্রধান সমস্যা। এতে অনেক সংসার ধ্বংস হচ্ছে। অনেক মেধা নষ্ট হচ্ছে। আমি নির্বাচিত হলে কুমিল্লাকে শতভাগ মাদকমুক্ত করব। বর্তমানে দুজনেই ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে।