শুক্রবার, ২১ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

নৌকার পক্ষে তারকারা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নৌকার পক্ষে তারকারা

দেশের অন্তত এক ডজন তারকা অভিনয়শিল্পী চট্টগ্রামের নির্বাচনী মাঠে নেমে নৌকা মার্কায় ভোট চেয়ে তাক লাগিয়ে দিয়েছেন নগরবাসীকে। চট্টগ্রামে একসঙ্গে এতজন রুপালি পর্দার মানুষ একই স্লোগানে ঐক্যবদ্ধ কণ্ঠে কোনো নির্বাচনী প্রচারণায় ইতিপূর্বে অংশ নেননি। ফলে শিল্পীদের ঘিরে ছিল ঔৎসুক্য জনতার ভিড়। ‘মার্কা আছে? কোন সে মার্কা? নৌকা, নৌকা,’ ‘জয় বাংলা, জিতবে আবার নৌকা’ এ ধরনের আরও অনেক স্লোগানে তারা মুখরিত করে তোলেন চট্টগ্রাম নগরকে।

গতকাল বেলা ১১টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে থেকে আওয়ামী লীগের প্রচার উপ-কমিটির পক্ষ থেকে এই প্রচার অভিযান শুরু হয়। এতে অংশ নেন অভিনেত্রী অরুণা বিশ্বাস, নায়ক রিয়াজ, ফেরদৌস, শাকিল খান, রোকেয়া প্রাচী, মাহফুজ আহমেদ, বিজরী বরকতুল্লাহ, তারিন আহমেদ, শাহরিয়ার নাদিম জয়, জ্যোতিকা জ্যোতি প্রমুখ। এ সময় প্রচার সেলের গাড়িতে ছিলেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও চট্টগ্রাম-৭ (রাঙ্গুনীয়া) আসনের আওয়ামী লীগ প্রার্থী ড. হাছান মাহমুদ, চট্টগ্রাম-৯ (কোতোয়ালি) আসনের প্রার্থী ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, কেন্দ্রীয় উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমানসহ বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।

একই দিন ও সময়ে চট্টগ্রাম সম্মিলিত সাংস্কৃতিক স্কোয়াডের একটি দল আওয়ামী লীগের পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু করেন। চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবুর নেতৃত্বে অংশ নেন কবি আশীষ সেন, আবৃত্তিশিল্পী অঞ্চল চৌধুরী, মিলি চৌধুরী, ফারুক তাহের, মুজাহিদুল ইসলাম, সংগীতশিল্পী দীপেন দাশ প্রমুখ। প্রচারকালে অভিনেতা রিয়াজ বললেন, ‘মুক্তিযুদ্ধের মার্কা যেমন নৌকা, বঙ্গবন্ধুর মার্কাও তাই নৌকা। দেশের ১৬ কোটি মানুষের মার্কা যেমন নৌকা, আওয়ামী লীগের মার্কাও নৌকা। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার মার্কা নৌকার পক্ষে আমরা চট্টগ্রাম এসেছি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর