শুক্রবার, ২১ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
ফরিদপুর-৩

নৌকা উন্নয়ন ও শান্তির প্রতীক

-- ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ

ফরিদপুর প্রতিনিধি

নৌকা উন্নয়ন ও শান্তির প্রতীক

ফরিদপুর-৩ (সদর) আসনে আওয়ামী লীগের প্রার্থী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, নৌকা মার্কায় ভোট দিলে মানুষ শান্তিতে থাকে, দেশের উন্নয়ন হয়। দেশের উন্নয়ন আর অগ্রযাত্রার ধারাবাহিকতা ধরে রাখতে হলে আওয়ামী লীগ সরকারের কোনো বিকল্প নেই। তাই ৩০ ডিসেম্বর নৌকা মার্কায় ভোট দিয়ে পুনরায় আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর দেশ হচ্ছে ফরিদপুর। সেই ফরিদপুরে নৌকা কোনো দিন হারতে পারে না। ফরিদপুরের চারটি আসনেই নৌকা মার্কার প্রার্থীকে বিজয়ী করে প্রমাণ করতে চাই এ অঞ্চল হচ্ছে আওয়ামী লীগের ঘাঁটি। মন্ত্রী গতকাল শহরের গোয়ালচামটে নতুন বাসস্ট্যান্ডসংলগ্ন মাঠে এক নির্বাচনী পথসভায় এসব কথা বলেন। খন্দকার মোশাররফ হোসেন আরও বলেন, বিগত বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় থেকে দেশের বারোটা বাজিয়ে ছেড়েছে। সে সময় ফরিদপুর ছিল সন্ত্রাসের জনপদ। দিনের বেলাও কেউ নিরাপদ ছিল না। বাজার থেকে কাঁচা মরিচ কিনে নিয়েও কেউ বাড়ি ফিরতে পারত না। পথেই সেই কাঁচা মরিচ ছিনতাই হয়ে যেত। এখন ফরিদপুরে কোনো সন্ত্রাস নেই। ফরিদপুর এখন শান্তির শহর।

সর্বশেষ খবর