শুক্রবার, ২১ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

ইসলামপুরে ত্রিমুখী লড়াই

জামালপুর প্রতিনিধি

ইসলামপুরে ত্রিমুখী লড়াই

জামালপুর-২ (ইসলামপুর) আসনে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। নৌকা, ধানের শীষের সঙ্গে সমানতালে প্রচারণায় রয়েছে লাঙ্গলও।

এই আসনে আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল (নৌকা), বিএনপির সাবেক সংসদ সদস্য এ ই সুলতান মাহমুদ বাবু (ধানের শীষ), জাতীয় পার্টির মোস্তফা আল মাহমুদ (লাঙ্গল) ছাড়াও নির্বাচনে লড়ছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির মনজুরুল আহসান খান (কাস্তে) ও ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ মো. মিনহাজ উদ্দিন (হাতপাখা)।

আওয়ামী লীগ প্রার্থী ফরিদুল হক খান দুলাল সরকারের গেল দুই মেয়াদের উন্নয়নের চিত্র তুলে ধরে নৌকার পক্ষে ভোট প্রার্থনা করছেন।

বিএনপি প্রার্থী সুলতান মাহমুদ বাবু বিএনপি আমলের নানা উন্নয়ন আর  বর্তমানে মানুষের বঞ্চনার নানা বিষয় সামনে এনে চাইছেন ভোটারদের কাছে টানতে। আর নতুন দিনের স্বপ্ন দেখিয়ে তরুণ প্রজম্মে র কাছে জনপ্রিয় হয়ে ওঠা জাতীয় পার্টির মোস্তফা আল মাহমুদ লাঙ্গল নিয়ে এগিয়ে যাচ্ছেন সমানতালে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর