শুক্রবার, ২১ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
ব্রাহ্মণবাড়িয়া-২

শ্বশুরের বিরুদ্ধে জামাই সমর্থকদের অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

শ্বশুরের বিরুদ্ধে জামাই সমর্থকদের অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী সিংহ প্রতীকের জিয়াউল হক মৃধার বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। স্বতন্ত্র প্রার্থী হয়েও জিয়াউল হক মহাজোটের প্রার্থী হিসেবে প্রচারণা চালিয়ে আচরণবিধি লঙ্ঘন করছেন বলে অভিযোগ করেছেন জাতীয় যুব সংহতি সরাইল সদর ইউনিয়নের সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম। জিয়াউল হক মৃধা ও রেজাউল ইসলাম ভূঁইয়া সম্পর্কে শ্বশুর জামাই। এবারের জাতীয় সংসদ নির্বাচনে জামাই রেজাউল ইসলাম ভূঁইয়া তার নিজ এলাকা ব্রাহ্মণবাড়িয়া-৩ আসন থেকে নির্বাচন করবেন বলে প্রচারণা চালিয়ে গেছেন।  অভিযোগ দায়ের করা যুব সংহতি নেতা ও রেজাউল ইসলামের সমর্থক মো. রফিকুল ইসলাম বলেন, ‘জিয়াউল হক নিজেকে মহাজোটের প্রার্থী হিসেবে উল্লেখ করে বিভ্রান্তি সৃষ্টি করেছেন।

সর্বশেষ খবর