শিরোনাম
শুক্রবার, ২১ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
গাজীপুর ৪ ও ৫

চুমকি-রিমির প্রচারণায় নারীর ভিড়

শেখ সফিউদ্দিন জিন্নাহ্

চুমকি-রিমির প্রচারণায় নারীর ভিড়

গাজীপুর-৪ ও ৫ আসনের আওয়ামী লীগের প্রার্থী মেহের আফরোজ চুমকি ও সিমিন হোসেন রিমি প্রচারণায় নামলেই নারীর ভিড় জমে। যেখানেই এই দুই নারী প্রার্থী প্রচারণা চালান সেখানেই নারী ভোটারদের ভিড় লক্ষ্যণীয়।

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী নারীদের জন্য লেকটেটিং মাদার ভাতা, মাতৃত্বকালীন ভাতা, মহিলা প্রশিক্ষণ ভাতা, দুস্থ মহিলা ও শিশু কল্যাণ ভাতার ব্যবস্থা করেছেন। এ কারণে গাজীপুর-৫ কালীগঞ্জ নির্বাচনী আসনের মোট ভোটারের প্রায় অর্ধেক নারী ভোটারই নৌকা মার্কায় ভোট দেবেন বলে তিনি আশাবাদী। অপরদিকে, গাজীপুর-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী সিমিন হোসেন রিমি বিগত সময়ে এলাকার বহু উন্নয়ন করেছেন। ঢাকা-কাপাসিয়া-কিশোরগঞ্জ সড়ক মহাসড়কে রূপান্তর, গোসিংগা-কাপাসিয়া-হাতিরদিয়া সড়ক উন্নয়ন, বিদ্যুতে ১৮ হাজার গ্রাহক থেকে ৯২ হাজার গ্রাহকে উন্নয়ন, কাপাসিয়া টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, দুটি শিক্ষাপ্রতিষ্ঠান সরকারিকরণসহ বহু উন্নয়ন মূলক কাজ করেছেন। বিশেষ করে স্থাস্থ্য খাতে করেছেন ব্যাপক উন্নয়ন। এতে মাতৃৃত্বকালীন নারীদের জন্য স্মার্ট স্বাস্থ্য কার্ড করে দেশব্যাপী আলোচনার ঝড় তুলেছেন। কাপাসিয়ায় গর্ভকালীন মৃত্যুর হার শূন্যের কোঠায় এনেছেন। এসব কারণে রিমির প্রচারণায় নারী ভোটারদের ভিড় থাকে বেশি।

সর্বশেষ খবর