শুক্রবার, ২১ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

কুমিল্লায় মাঠে নেই ধানের শীষের প্রার্থীরা

কুমিল্লা প্রতিনিধি

নির্বাচনের আর মাত্র আট দিন বাকি। কুমিল্লার ১১টি আসনে মাঠে সরব রয়েছেন নৌকা প্রতীকের প্রার্থীরা। তবে কুমিল্লার ছয়টি আসনে তেমন সরব নেই ধানের শীষের প্রার্থীরা। তাদের অভিযোগ, ক্ষমতাসীনদের হামলা-মামলার কারণে তারা মাঠে নামতে পারছেন না। কুমিল্লার ১৭ উপজেলার ১১টি আসনে আওয়ামী লীগ, বিএনপি, স্বতন্ত্রসহ জোট-মহাজোটের ৮৪ জন প্রার্থী নির্বাচন করছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) ও কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে নির্বাচন করছেন। তিনি মাঠে সরব রয়েছেন। কুমিল্লা-৪ আসনে এখনো মাঠে নামেননি জাতীয় ঐক্যফ্রন্টের শরিক দল জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির প্রার্থী আবদুল মালেক রতন।

এদিকে কুমিল্লা-৫ আসনে বিএনপি প্রার্থী অধ্যাপক ইউনুসকে তেমনভাবে মাঠে দেখা যায়নি। কুমিল্লা-৯ আসনে বিএনপি প্রার্থী কর্নেল (অব.) এম আনোয়ারুল আজিম প্রতিপক্ষের হামলা-মামলার কারণে মাঠে নামতে পারছেন না বলে অভিযোগ করেছেন। কুমিল্লা-১০ (সদর দক্ষিণ-লালমাই-নাঙ্গলকোট) আসনে বিএনপি প্রার্থী মনিরুল হক চৌধুরী রয়েছেন কারাগারে। বাবার পক্ষে তার মেয়ে ড. চৌধুরী সায়মা ফেরদৌস প্রচারণা চালাচ্ছেন।

কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে জামায়াত নেতা ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে এখনো মাঠে দেখা যাচ্ছে না।

সর্বশেষ খবর