শনিবার, ২২ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

পঞ্চগড়ে নবীন-প্রবীণে লড়াই

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ে নবীন-প্রবীণে লড়াই

পঞ্চগড়ের দুটি আসনে নবীন-প্রবীণের লড়াই চলছে। দুই আসনেই সাবেক এমপিদের সঙ্গে লড়ছেন তরুণ এবং নবীন নেতারা। দুই আসনের অধিকাংশ প্রার্থীই প্রথম নির্বাচনে অংশ নিচ্ছেন। তবে মূল লড়াইটা হবে ধানের শীষ ও নৌকা প্রতীকের মধ্যে। ফলে জমে উঠেছে এ দুটি আসনের ভোটের আবহ। নির্বাচনের দিনক্ষণ যতই এগিয়ে আসছে প্রার্থীদের ব্যস্ততা ততই বাড়ছে। নির্ঘুম গণসংযোগ করছেন তারা। পঞ্চগড়-১ আসনে জাগপা থেকে হুক্কা প্রতীক নিয়ে লড়ছেন শফিউল আলম প্রধানের ছেলে রাশেদ প্রধান। জাকের পার্টি থেকে গোলাপ ফুল প্রতীকে সুমন রানা, ইসলামী আন্দোলনের প্রার্থী হাতপাখা নিয়ে লড়ছেন মো. আবদুল্লাহ এবং বিএনপির প্রার্থী সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ছেলে নওশাদ জমির লড়ছেন ধানের শীষ প্রতীক নিয়ে। এরা কেউই আগে সংসদ নির্বাচনে অংশ নেননি। বয়সেও তারা তরুণ। তাদের বিপরীতে লড়ছেন লাঙ্গল প্রতীকে জেলা  জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু সালেক। তিনি ২০১৪ সালের জাতীয় নির্বাচনে অংশ নেন। জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মজাহারুল হক প্রধান ২০০৮ সালের নির্বাচনে নির্বাচিত হন। এই আসনে তিনি সবচেয়ে প্রবীণ প্রার্থী। পঞ্চগড়-২ আসনে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ৬ জনই নবীন। তারা এই প্রথম সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন। তবে এই আসনেও মূল লড়াই হবে নৌকা এবং ধানের শীষ প্রার্থীর মধ্যে। এই আসনে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য নুরুল ইসলাম সুজন। তিনি এর আগে ২০০৮ সালেও এমপি নির্বাচিত হন। অন্যদিকে ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির প্রার্থী ফরহাদ হোসেন আজাদ,  জাগপা থেকে হুক্কা প্রতীক নিয়ে লড়ছেন শফিউল আলম প্রধানের মেয়ে ব্যারিস্টার তাসমিয়া প্রধান, ন্যাশনাল পিপলস পার্টি থেকে ফয়জুর রহমান মিঠু লড়ছেন আম প্রতীক নিয়ে, হাতপাখা নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে কামরুল হাসান প্রধান, কমিউনিস্ট পার্টির মনোনীত প্রার্থী কাস্তে মার্কা নিয়ে আশরাফুল আলম এবং জাতীয় পার্টির মনোনীত প্রার্থী লুৎফর রহমান রিপন এবারই প্রথম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন। এরা সবাই বয়সেও তরুণ। সাধারণ ভোটাররা নবীন-প্রবীণের এই লড়াইকে সহজভাবে নিচ্ছেন না। তারা বলছেন, প্রার্থীরা নবীন-প্রবীণ হলেও লড়াই হবে প্রতীকের। অনেকে বলছেন, প্রার্থীদের প্রতিশ্র“তির ওপরও ভোটাররা ভোট দেবেন।

স্থানীয় সাংস্কৃতিক কর্মী রফিকুল ইসলাম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, পঞ্চগড়ের ২ আসনেই প্রার্থীদের মধ্যে নবীন-প্রবীণের লড়াই হলেও মূল লড়াইটা হবে প্রতীকের। তবে বিগত আমলনামা এবং প্রতিশ্র“তির ওপরও তরুণ ভোটাররা ভোট দিতে পারেন।

সর্বশেষ খবর