শনিবার, ২২ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
লক্ষ্মীপুর-৪

রব-মান্নানের মর্যাদার লড়াই

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

রব-মান্নানের মর্যাদার লড়াই

লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে দুই হেভিওয়েট প্রার্থী লড়ছেন। এদের একজন বিএনপির শরিক ঐক্যফ্রন্টের নেতা জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব এবং অপরজন আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের শরিক যুক্তফ্রন্ট নেতা ও বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান। তারা দুজনই সাবেক মন্ত্রী।

আ স ম রব লক্ষ্মীপুর-৪ আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৮ সালের নির্বাচনে মেজর (অব.) আবদুল মান্নান এ আসনে বিকল্পধারার কুলা প্রতীকে নির্বাচন করে হেরেছেন। ওই নির্বাচনে রব ভোট করেছেন জেএসডি থেকে ‘তারা’ প্রতীকে। তাদের দুজনকেই পরাজিত করে বিএনপি প্রার্থী আশরাফ উদ্দীন নিজান নির্বাচিত হন। এর আগে মেজর মান্নান ১৯৯১ ও ২০০১ সালের নির্বাচনে ঢাকা-১০ আসন থেকে নির্বাচিত হন।

সর্বশেষ খবর