রবিবার, ২৩ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

পুরুষের রাজত্ব ২২ জেলায় নারীর দখলে ৫ জেলা

২২ জেলায় সব আসনেই সংখ্যায় বেশি পুরুষ ভোটার পাঁচ জেলার সব আসনে বেশি নারী ভোটার

জুলকার নাইন

দেশের ৬৪ জেলার মধ্যে ৪২টি জেলার বিভিন্ন আসনে পুরুষের তুলনায় নারী ভোটারের সংখ্যা বেশি হলেও ২২টি জেলার সব আসনেই পুরুষ ভোটারের সংখ্যা বেশি। অন্যদিকে ৫টি জেলার সব আসনে নারী ভোটারের সংখ্যা বেশি। বাকি জেলাগুলোর বিভিন্ন আসনে পুরুষ না নারী ভোটারের সংখ্যার কম-বেশি আছে। পুরুষের রাজত্ব চলা এসব জেলা হলো- পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, নেত্রকোনা, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর. গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, চাঁদপুর, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, ভোলা, বরিশাল, ঝালকাঠি, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান। নারী ভোটারদের দখলে থাকা জেলাগুলো হলো- জয়পুরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, বগুড়া ও মেহেরপুর।

ভোটার সংখ্যার পরিসংখ্যান পর্যালোচনা করে দেখা যায়, সব মিলিয়ে ৩০০ আসনের মধ্যে প্রায় ১৯৭টি আসনে পুরুষ ভোটারের সংখ্যা বেশি । অপরদিকে বাকি ১০৩ আসনে নারী ভোটারের সংখ্যা পুরুষের তুলনায় বেশি। এর মধ্যে উত্তরাঞ্চলের ১৬ জেলার ৭২টি আসনের মধ্যে পঞ্চগড়, ঠাকুরগাঁও ও নীলফামারী বাদে ১৩ জেলার ৩৯টি আসনে নারী ভোটার বেশি। আসনগুলো হলো- দিনাজপুর-৩, লালমনিরহাট-১ ও ৩, রংপুর-২, ৪, ৫ ও ৬, কুড়িগ্রাম-২, ৩ ও ৪, গাইবান্ধার পাঁচটি আসনের সবকটি, জয়পুরহাটের দুটি, বগুড়ার সাতটি, চাঁপাইনবাবগঞ্জ-২ ও ৩, নওগাঁর ৬ নম্বর আসন বাদে অন্য পাঁচটি আসন, রাজশাহী ১, ২, ৩ ও ৪, নাটোর ২, ৩ ও ৪, সিরাজগঞ্জ-১ এবং পাবনা-৩। দক্ষিণ-পশ্চিম এলাকার ১৬ জেলার ৫৭টি আসনের মধ্যে ভোলা, বরিশাল ও ঝালকাঠি বাদে অন্য ১৩ জেলার ২৪টি আসনে পুরুষের তুলনায় নারী ভোটার বেশি। এগুলো হলো- মেহেরপুরের দুটি, কুষ্টিয়া-১, ২ ও ৩, চুয়াডাঙ্গা-১, ঝিনাইদহ-১ ও ২, যশোর-১, ২ ও ৪, মাগুরা-১, নড়াইল-২, বাগেরহাট-২, খুলনা-১, ২, ৪ ও ৫, সাতক্ষীরা-১ ও ২, বরগুনা-১ ও ২, পটুয়াখালী-৩ ও পিরোজপুর-৩ ।  এ ছাড়া টাঙ্গাইল-২ আসন বাদে জেলার আটটি আসনের সবকটি, জামালপুর-১, ৪ ও ৫, শেরপুরের তিনটি আসনের সবকটি, ময়মনসিংহ-১১, কিশোরগঞ্জ-২, মানিকগঞ্জের তিনটি আসনের সবকটি, ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) ও ঢাকা-২০ (ধামরাই), গাজীপুর-৩ ও ৪, নরসিংদী-৩, ৪ ও ৫, সুনামগঞ্জ-২, ৩ ও ৪, সিলেট-৬, মৌলভীবাজার-১, হবিগঞ্জ-১ ও ২, ব্রাহ্মণবাড়িয়া-৫ ও ৬, কুমিল্লা-৮, চট্টগ্রাম-১ ও ৩। গত ১ আগস্ট পর্যন্ত হালনাগাদ তথ্য অনুসারে, দেশে মোট ভোটার ১০ কোটি ৪১ লাখ ৯০ হাজার ৪৮০ জন। এর মধ্যে পুরুষ পাঁচ কোটি ২৫ লাখ ৪৭ হাজার ৩২৯ ও নারী পাঁচ কোটি ১৬ লাখ ৪৩ হাজার ১৫১ জন। অর্থাৎ পুরুষের তুলনায় নারী ভোটার ৯ লাখ চার হাজার ৭৮ জন কম। ৪৯ দশমিক ৫৭ শতাংশ নারী ভোটার। গত ১০টি সংসদ নির্বাচনের ভোটারসংখ্যা বিশ্লেষণ করে দেখা গেছে, তালিকায় নারী ও পুরুষ ভোটারের পার্থক্য ক্রমান্বয়ে কমেছে। দেখা যায় একমাত্র ২০০৮ সালের ভোটার তালিকায় নারী ভোটার ছিল পুরুষ ভোটারের চেয়ে বেশি। কিন্তু গত ২০১৩ সালে ভোটার হালনাগাদে পুরুষের তুলনায় নারী ভোটার কম নিবন্ধিত হয়। ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম সংসদ নির্বাচনে মোট ৯ কোটি ১৯ লাখ ৬৫ হাজার ১৭৬ ভোটারের মধ্যে নারী ছিল চার কোটি ৫৮ লাখ ৪২ হাজার ৬৯৮ ও পুরুষ চার কোটি ৬১ লাখ ২২ হাজার ৪৬৯ জন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর