রবিবার, ২৩ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
ঢাকা মহানগরীর-১৫ আসন

বিএনপি জোটে নতুন প্রার্থীর ছড়াছড়ি, আওয়ামী লীগে নতুন দুজন

মোস্তফা কাজল

বিএনপি জোটে নতুন প্রার্থীর ছড়াছড়ি, আওয়ামী লীগে নতুন দুজন

একাদশ সংসদ নির্বাচনে ঢাকা মহানগরীর ১৫টি আসনে বিএনপি সমর্থিত জোটে নতুন প্রার্থীর ছড়াছড়ি। বিএনপি নিজ দলের প্রার্থী দিয়েছে ১০টিতে। পাঁচটি ছেড়েছে ২০-দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্টের চার শরিক দলকে। এর মধ্যে তিনটি আসনে বিএনপির প্রার্থী নিয়ে বিতর্ক আছে।

সাদেক খান, আকবর হোসেন পাঠান, সুব্রত চৌধুরী, আফরোজা আব্বাস, সাইফুল আলম, নবী উল্লাহ, সৈয়দ আবু বকর সিদ্দিক, আহসান উল্লাহ, শামীম আরা বেগম ও শহীদ উদ্দিন মাহমুদ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা মহানগরের ১৫ আসনে আওয়ামী লীগ ও বিএনপির ১০ জন প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে অংশ নিচ্ছেন। তাদের মধ্যে ক্ষমতাসীন দলের দুজন। বাকি আটজনই ধানের শীষের প্রার্থী হয়েছেন।  নতুন প্রার্থীদের মধ্যে ঢাকা-১৩ আসনে মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খান ও ঢাকা-১৭ আসনে আকবর হোসেন পাঠানকে ওরফে নায়ক ফারুককে নতুনভাবে প্রার্থী করেছে। তারা প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে লড়ছেন। ঢাকা-১৩ আসনের বর্তমান সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানক। তিনিও দলের মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তবে সাদেক খানকে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার পর জাহাঙ্গীর কবির নানক তাকে সমর্থন দিয়েছেন। আর ঢাকা-১৭ আসনের বর্তমান সংসদ সদস্য বিএনএফের আবুল কালাম আজাদ। এদিকে, ঢাকা মহানগরের ১৫ আসনের মধ্যে আটজন নতুন প্রার্থী লড়ছেন ধানের শীষ প্রতীক নিয়ে। তারা হলেন ঢাকা-৫ আসনে নবী উল্লাহ, ঢাকা-৬ আসনে সুব্রত চৌধুরী, ঢাকা-৯ আসনে আফরোজা আব্বাস, ঢাকা-১১ আসনে শামীম আরা বেগম, ঢাকা-১২ আসনে সাইফুল আলম, ঢাকা-১৪ আসনে সৈয়দ আবু বকর সিদ্দিক, ঢাকা-১৬ আসনে আহসান উল্লাহ ও ঢাকা-১৮ আসনে শহীদ উদ্দিন মাহমুদ। অন্যদিকে ঢাকা-১৮ আসনে ধানের শীষের প্রার্থী জেএসডির নেতা শহীদ উদ্দিন মাহমুদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, অতীতে নির্বাচন করার অভিজ্ঞতা আছে। এবার জাতীয় পর্যায়ে প্রথম নির্বাচন করছেন তিনি।

বিএনপি জোটের প্রার্থীরা

ঢাকা মহানগরীর ১৫টি আসনের মধ্যে বিএনপি নিজস্ব প্রার্থী দিয়েছে ১০টিতে। ৫টি ছেড়েছে ২০-দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্টের চার শরিক দলকে। এর মধ্যে তিনটি আসনে বিএনপির প্রার্থী নিয়ে বিতর্ক ও সমালোচনা আছে। জোটের প্রার্থীদেরও অপেক্ষাকৃত দুর্বল মনে করা হচ্ছে। ঢাকা-১১ আসনে বিএনপি প্রার্থী শামীম আরা বেগম, ঢাকা-১২ আসনে যুবদলের কেন্দ্রীয় সভাপতি সাইফুল আলম, ঢাকা-১৬ আসনে আহসান উল্লাহ হাসান। এ ছাড়া ঢাকা-১৫ আসনটি জামায়াতে ইসলামী, ঢাকা-১৭ আসনটি বিজেপি, ঢাকা-৬ ও ৭ গণফোরামকে দেওয়া হয়। ঢাকা-১৮ আসনের প্রার্থী জেএসডির যুগ্ম সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ। তিনি এর আগে কখনো নির্বাচন করেননি। ঢাকা-৬ আসনে সাদেক হোসেন খোকার বিশেষ প্রভাব আছে। তার ছেলে ইশরাক হোসেনকে বাদ দিয়ে গণফোরামের নেতা অ্যাডভোকেট সুব্রত চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়েছে। এটা স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা মন থেকে মানতে পারছেন না। ঢাকা-১৫ আসনে জামায়াতের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান এবং ঢাকা-১৭ আসন বিজেপির আন্দালিব রহমানকে ছেড়ে দেওয়া নিয়েও বিএনপি নেতাদের মধ্যে নানা কথা আছে। তবে এই দুজন জোটের শীর্ষ নেতা হওয়ায় এ নিয়ে কেউ কিছু বলছেন না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর