রবিবার, ২৩ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

গাজীপুরের নির্বাচন ফুরফুরে আওয়ামী লীগ নীরবে বিএনপি

শেখ সফিউদ্দিন জিন্নাহ্

রাজধানী ঘেঁষা গাজীপুরে ফুরফুরে মেজাজে প্রচারণা করছে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীরা। তবে নীরবে প্রচারণা করছেন বিএনপির প্রার্থীরা। বড় দুই রাজনৈতিক দলের প্রার্থীর বাইরে অন্য দলের প্রার্থীর প্রচারণায় হাঁকডাক না থাকলেও রয়েছে পোস্টার ও মাইকের আওয়াজ। গাজীপুর-১ আসনে নৌকার আ ক ম মোজাম্মেল হক ও ধানের শীষের চৌধুরী তানভীর সিদ্দিকীর মধ্যেই হবে ভোটের লড়াই। গাজীপুর-২ আসনেও লড়াই হবে আওয়ামী লীগ বিএনপির মধ্যে। তবে এখানেও আওয়ামী লীগের পাল্লা ভারী বলে মনে করছেন ভোটাররা। অপরদিকে গাজীপুর-৩ আসনের চিত্রটা যেন ভিন্ন। এখানে প্রার্থী ও দলীয় অবস্থানে এগিয়ে আওয়ামী লীগ। নৌকার নতুন ইকবাল হোসেন সবুজের সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের অধ্যাপক ইকবাল সিদ্দিকী। গাজীপুর-৪ আসনে বঙ্গতাজ তাজউদ্দীন আহমদের বাড়ি হওয়ায় তার সন্তানদের অন্যরকম গ্রহণযোগ্যতা রয়েছে। তবে বিএনপির প্রয়াত নেতা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হান্নান শাহরও রয়েছে আলাদা জনপ্রিয়তা। আর একে পুঁজি করে জয় পেতে মড়িয়া এখন হান্নান শাহ পুত্র শাহ রিয়াজুল হান্নান রিয়াজ। অপরদিকে গাজীপুর-৫ আসনে আওয়ামী লীগের প্রার্থী মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির সঙ্গে লড়ছেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠিনক সম্পাদক এ কে এম ফজলুল হক মিলন। বিএনপি প্রার্থী মিলন একটি মামলায় বর্তমানে রয়েছেন কারাগারে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর