রবিবার, ২৩ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

সরব প্রার্থীর স্ত্রীরা, আছেন প্রয়াত শাকিল পত্নীও

কখনো আত্মীয়স্বজন নিয়ে অথবা দলবদ্ধ হয়ে নিজের স্বামীর প্রচারণা করে গলদঘর্ম হয়ে বাড়ি ফিরছেন পত্নীরা

সৈয়দ নোমান, ময়মনসিংহ

স্বামীর জন্য ভোট চেয়ে নির্বাচনী মাঠে প্রচার-প্রচারণায় ব্যাপক ব্যস্ত সময় পাড় করছেন প্রার্থীর স্ত্রীরা। দম ফেলার ফুরসতটুকুও যেন পাচ্ছেন না। সাংসারিক কাজকর্ম ফেলে তারা এখন নারী ভোটারদের দুয়ারে দুয়ারে। অন্দরে গিয়ে কথা বলছেন আর কৌশলে ভোট প্রার্থনা করছেন। তবে একেবারেই ব্যতিক্রম প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও প্রয়াত কবি মাহবুবুল হক শাকিলের পত্নী নীলুফার আঞ্জুম পপি। অকালেই চলে যাওয়া এই রাজনীতিকের স্ত্রী এখন বিরামহীন প্রচারণা চালাচ্ছেন গৌরীপুর আসনের আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট নাজিম উদ্দিন আহম্মেদের পক্ষে। কখনো আত্মীয়স্বজন নিয়ে অথবা দলবদ্ধ হয়ে নিজের স্বামীর প্রচারণা করে গলদঘর্ম হয়ে বাড়ি ফিরছেন পত্নীরা। গত কয়েকদিন ময়মনসিংহের বেশ কয়েকটি সংসদীয় আসন ঘুরে দেখা মিলেছে এমন চিত্রের। এ নিয়ে তুমুল আলোচনাও চলছে ভোটের মাঠে। ইতিমধ্যে ময়মনসিংহ জেলাজুড়ে যেসবব সহধর্মিণীরা নির্বাচনী মাঠ  চাঙ্গা করে তুলেছেন তাদের মধ্যে অন্যতম ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে ফাহমী গোলন্দাজ বাবেলের স্ত্রী শারমিন গোলন্দাজ তুষ্টি। প্রচার প্রচারণার শুরু থেকেই তিনি নৌকার জন্য ভোট চেয়ে ছুটছেন।  স্বামীর জন্য এসব প্রচারণা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও মোটামুটি ভাইরাল। জানতে চাইলে শারমিন গোলন্দাজ তুষ্টি বলেন, সারা দেশে এখন নৌকার জোয়ার উঠেছে। উন্নয়নের স্বার্থেই নৌকা প্রতীককে বিজয়ী করতে আমি নারী ভোটারদের কাছে নৌকার জন্য ভোট প্রার্থনা করছি। নারী ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন ত্রিশাল আসনের প্রার্থী হাফেজ মাওলানা রুহুল আমীন মাদানীর স্ত্রী দিলরুবা আক্তার, হালুয়াঘাট-ধোবাউড়া আসনে জুয়েল আরেং এমপির স্ত্রী মেরিলা চিছাম। একইভাবে স্বামীদের পক্ষে গণমত সৃষ্টি করতে নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিএনপি থেকে মনোনয়ন পাওয়া প্রার্থীদের পত্নীরাও। ধানের শীষের ভোট চেয়ে বিরামহীন ছুটে চলছেন মুক্তাগাছা আসনে জাকির হোসেন বাবলুর স্ত্রী আফরোজা হোসাইন, ভালুকা আসনে ফখরউদ্দিন আহমেদ বাচ্চুর লাইফ পার্টনার তাছলিমা আক্তার।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর