রবিবার, ২৩ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

দুর্নীতিমুক্ত শাসনব্যবস্থার অঙ্গীকার ৩ প্রার্থীর

বাগেরহাট প্রতিনিধি

দুর্নীতিমুক্ত শাসনব্যবস্থার অঙ্গীকার ৩ প্রার্থীর

নির্বাচিত হলে দুর্নীতিমুক্ত ও জনকল্যাণমূলক শাসনব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে যথাযথ পদক্ষেপ গ্রহণ করব। দায়িত্ব পালনের ক্ষেত্রে স্বজনপ্রীতি ও দলীয়করণ করব না বা প্রশ্রয় দেব না। শনিবার সকালে সুজন-সুশাসনের জন্য নাগরিক মোংলা’র আয়োজনে মোংলা বন্দর শ্রমিক-কর্মচারী সংঘ চত্বরে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জনগণের মুখোমুখি অনুষ্ঠানে বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য প্রার্থীরা এসব কথা বলেন।

শনিবার সকাল ১১টায় মুখোমুখি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুজন-সুশাসনের জন্য নাগরিক মোংলার সভাপতি ফ্রান্সিস সুদান হালদার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি করপোরেশনের মেয়র আলহাজ তালুকদার আবদুল খালেক। জনগণের মুখোমুখি অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাগেরহাট-৩ মোংলা-রামপাল আসনের আওয়ামী লীগের প্রার্থী বেগম হাবিবুন নাহার এমপি, ২০-দলীয় জোটের ধানের শীষ প্রতীকের প্রার্থী জামায়াত নেতা মাওলানা আবদুল ওয়াদুদ শেখ এবং ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা শাহজালাল সিরাজী।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর