রবিবার, ২৩ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
নীলফামারী-৪

তারুণ্যনির্ভর নেতৃত্ব বিকাশে ভোট প্রার্থনায় মিনহাজুল ইসলাম মিনহাজ

নীলফামারী প্রতিনিধি

তারুণ্যনির্ভর নেতৃত্ব বিকাশে ভোট প্রার্থনায় মিনহাজুল ইসলাম মিনহাজ

বসুন্ধরা কিংসের সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম মিনহাজ

নীলফামারী-৪  (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন বসুন্ধরা কিংসের সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম মিনহাজ। জেলার চারটি সংসদীয় আসনের ২২ প্রার্থীর মধ্যে সর্বকনিষ্ঠ প্রার্থী তিনি। মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ গড়তে সিংহ প্রতীকে ভোট প্রার্থনা করে মাঠ চষে বেড়াচ্ছেন তিনি। অঙ্গীকার রয়েছে নির্বাচনী এলাকার সৈয়দপুর ও কিশোরগঞ্জকে আধুনিক উপজেলা হিসেবে গড়ে তোলার। খেলাধুলার মানোন্নয়নে উন্নয়ন ঘটাতে চান যুবসমাজের। তারুণ্যনির্ভর নেতৃত্বের মধ্য দিয়ে প্রতিষ্ঠা করতে চান মানবিক ও বৈষম্যহীন সমাজ। ক্রীড়া সংগঠক মিনহাজুল ইসলাম বলেন, ‘উন্নয়নের প্রধান অন্তরায় দুর্নীতি। তরুণ নেতৃত্বের বিকাশের মাধ্যমে সৈয়দপুর এবং কিশোরগঞ্জ উপজেলাকে দুর্নীতিমুক্ত করতে চাই আমি। এ জন্য সর্বপ্রথম একজন সংসদ সদস্যকে হতে হবে দুর্নীতিমুক্ত। আমি নিজে দুর্নীতিমুক্ত থেকে এলাকার সব সরকারি প্রতিষ্ঠানকে দুর্নীতিমুক্ত করে সরকারি সেবা মানুষের দোড়গোড়ায় পৌঁছে দিতে চাই। পাশাপাশি একজন ক্রীড়া সংগঠক হিসেবে খেলাধুলার মানোন্নয়নের মাধ্যমে আমার নির্বাচনী এলাকাটিকে বিশ্বের কাছে পরিচিত করতে চাই। তিনি বলেন, এলাকায় কনিষ্ঠ প্রার্থী হিসেবে আমি তাদের ব্যাপক সাড়া পাচ্ছি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর