রবিবার, ২৩ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

দুই জোটে নতুন মুখ ১২৮

মাহবুব মমতাজী

দুই জোটে নতুন মুখ ১২৮

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই জোটেরই ভরসা বেশির ভাগ পুরনো প্রার্থী। তবে মহাজোট থেকে ঐক্যফ্রন্টে প্রায় দ্বিগুণ নতুন প্রার্থীর ঠাঁই হয়েছে। উভয় জোটে অন্তত ১২৮ জন নতুন প্রার্থী হিসেবে নৌকা এবং ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন। আওয়ামী লীগ ও তার জোটে স্থান পাওয়া নতুন মুখ ৪৩ জন। আর বিএনপি ও ঐক্যফ্রন্টে ঠাঁই হয়েছে ৮৫ জনের। এবারই প্রথম সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন তারা।

আওয়ামী লীগ ও মহাজোটে স্থান পাওয়া নতুন প্রার্থীরা হলেন- নড়াইল-২ এ মাশরাফি বিন মর্তুজা, টাঙ্গাইল-৩ আসনে বর্তমান এমপি আমানুর রহমান খান রানার বাবা আতাউর রহমান খান পেয়েছেন নৌকা প্রতীক, কক্সবাজার-৪ আসনে বর্তমান এমপি আবদুর রহমান বদির স্ত্রী শাহিনা আক্তার আওয়ামী লীগের পক্ষে লড়ছেন, টাঙ্গাইল-২ এ তানভীর হাসান ওরফে ছোট মনির, টাঙ্গাইল-৮ এ জোয়াহেরুল ইসলাম, ঢাকা-১৩ এ সাদেক খান, গাজীপুর-৩ এ ইকবাল হোসেন, ফরিদপুর-১ এ মনজুর হোসেন, মাদারীপুর-৩ এ আবদুস সোবহান, শরীয়তপুর-১ এ ইকবাল হোসেন অপু, শরীয়তপুর-২ আসনে এ কে এম এনামুল হক শামীম, ব্রাহ্মণবাড়িয়া-৫ এ এবাদুল করিম, কুমিল্লা-২ এ সেলিমা আহমাদ, চাঁদপুর-২ এ নুরুল আমিন, লক্ষ্মীপুুর-১ এ আনোয়ার হোসেন খান, কক্সবাজার-১ এ জাফর আলম, কুড়িগ্রাম-১ এ আসলাম হোসেন সওদাগর, চাঁপাইনবাবগঞ্জ-১ এ ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, নওগাঁ-৫ এ নিজামউদ্দিন জলিল জন, রাজশাহী-৫ এ মনসুর রহমান, নাটোর-১ এ শহিদুল ইসলাম বকুল, সিরাজগঞ্জ-৩ এ মো. আবদুল আজিজ, সিরাজগঞ্জ-৫ এ আবদুল মমিন মণ্ডল, পাবনা-২ এ আহমেদ ফিরোজ কবির, পটুয়াখালী-৩ আসনে এস এম শাহজাদা, পটুয়াখালী-৪ এ মো. মহিবুর রহমান মহিব, বরিশাল-২ এ শাহে আলম তালুকদার, পিরোজপুর-১ এ শ ম রেজাউল করিম, মেহেরপুর-২ এ মোহাম্মদ সহিদুজ্জামান, কুষ্টিয়া-১ এ আ ক ম সারওয়ার জাহান, কুষ্টিয়া-৪ এ সেলিম আলতাফ জর্জ, যশোর-২ এ নাসির উদ্দিন, বাগেরহাট-২ এ শেখ সারহান নাসের তন্ময়, খুলনা-২ এ শেখ সালাহউদ্দিন জুয়েল, খুলনা-৬ এ আকতারুজ্জামান, সিলেট-১ আসনে এ কে আবদুল মোমেন, মৌলভীবাজার-২ আসনে এম এম শাহীন (বিকল্পধারা), মৌলভীবাজার-৩ এ নেসার আহম্মেদ, ময়মনসিংহ-৫ এ কে এম খালিদ, জামালপুর-৫ এ মোজাফফর হোসেন, নেত্রকোনা-১ এ মানু মজুমদার, নেত্রকোনা-২ এ আশরাফ আলী খান খসরু এবং নেত্রকোনা-৩ এ অসীম কুমার উকিল।  

বিএনপি, ২০ দল এবং জাতীয় ঐক্যফ্রন্টে স্থান পাওয়া নতুন প্রার্থীরা হলেন- পঞ্চগড়-১ এ ব্যারিস্টার নওশাদ জমির, পঞ্চগড়-২ এ ফরহাদ হোসেন আজাদ, দিনাজপুর-২ এ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, দিনাজপুর-৩ এ সৈয়দ জাহাঙ্গীর আলম, লালমনিরহাট-১ এ রাজীব হাসান প্রধান, লালমনিরহাট-২ এ রোকন উদ্দিন বাবুল, গাইবান্ধা-৪ এ ফারুখ কবির আহমেদ, গাইবান্ধা-৫ এ ফারুখ আলম, রংপুর-৪ এ এমদাদুল হক ভরসা, রংপুর-৬ এ সাইফুল ইসলাম, বগুড়া-৩ এ মাছুদা মোমিন, বগুড়া-৪ এ মোশাররফ হোসেন, বগুড়া-৭ এ মোরশেদ মিল্টন, রাজশাহী-৩ এ শফিকুল হক মিলন, সিরাজগঞ্জ-১ এ রুমানা মোরশেদ কনকচাঁপা, সিরাজগঞ্জ-৫ এ আমিরুল ইসলাম খান আলীম, সিরাজগঞ্জ-৬ এ এম এ মুহিত, নওগাঁ-৩ এ পারভেজ আরেফিন সিদ্দিকী, নওগাঁ-৫ এ জাহিদুল ইসলাম ধলু, নাটোর-৩ এ দাউদার মাহমুদ, নাটোর-৪ এ আবদুল আজিজ, শেরপুর-১ এ সানসিলা জেবরিন, শেরপুর-২ এ ফাহিম চৌধুরী, নেত্রকোনা-৫ এ মো. আবু তাহের তালুকদার, নেত্রকোনা-৪ এ তাহমিনা জামান, জামালপুর-৫ এ শাহ মো. ওয়ারেছ আলী মামুন, ময়মনসিংহ-১ এ জয়নাল আবেদীন, ময়মনসিংহ-৪ এ আবু ওয়াহাব আকন্দ, যশোর-৩ এ অনিন্দ্য ইসলাম অমিত, বাগেরহাট-১ এ মাসুদ রানা, চুয়াডাঙ্গা-১ এ শরীফুজ্জামান, চুয়াডাঙ্গা-২ এ মাহমুদ হাসান খান, ঝিনাইদহ-১ এ আসাদুজ্জামান, ঝিনাইদহ-৪ এ সাইফুল ইসলাম ফিরোজ, খুলনা-৩ এ রকিবুল ইসলাম, কুষ্টিয়া-৩ এ জাকির হোসেন সরকার, মাগুরা-১ এ মো. মনোয়ার হোসেন, মেহেরপুর-২ এ জাভেদ মাসুদ, সাতক্ষীরা-৩ এ শহিদুল আলম, ঢাকা-২ এ ইরফান ইবনে আমান, ঢাকা-১১ এ শামীম আরা বেগম, ঢাকা-১২ এ সাইফুল আলম নীরব, ঢাকা-১৬ এ আহসান উল্লাহ হাসান, ঢাকা-২০ এ তমিজ উদ্দিন, নরসিংদী-৫ এ আশরাফ উদ্দিন, নরসিংদী-৩ এ মঞ্জুর এলাহী, ফরিদপুর-১ এ খন্দকার ইকবাল হোসেন সেলিম, টাঙ্গাইল-১ এ শহীদুল ইসলাম, কিশোরগঞ্জ-১ এ রেজাউল করিম খান, মাদারীপুর-১ এ সাজ্জাদ হোসেন সিদ্দিকী, মাদারীপুর-২ এ মিল্টন বৈদ্য, মাদারীপুর-৩ এ আনিসুর রহমান তালুকদার খোকন, মানিকগঞ্জ-১ এ এস এম জিন্নাহ কবির, মানিকগঞ্জ-২ এ মইনুল ইসলাম খান, মানিকগঞ্জ-৩ এ আফরোজ খান, গাজীপুর-২ এ সালাহউদ্দিন সরকার, গাজীপুর-৪ এ শাহ রিয়াজুল হান্নান, শরীয়তপুর-৩ এ মিয়া নুরুদ্দিন অপু, ভোলা-১ এ গোলাম নবী আলমগীর, পিরোজপুর-৩ এ রুহুল আমীন দুলাল, ঝালকাঠি-২ এ জিবা আমিন খান, মৌলভীবাজার-১ এ নাসির উদ্দিন আহমেদ, সিলেট-১ এ খন্দকার মোক্তাদীর আহমেদ, সিলেট-২ এ তাহসিনা রুশদির লুনা, সিলেট-৬ এ ফয়সল আহমেদ চৌধুরী, হবিগঞ্জ-৩ এ জি কে গউস, সুনামগঞ্জ-৫ এ মিজানুর রহমান চৌধুরী, ফেনী-১ এ রফিকুল ইসলাম, ফেনী-৩ এ আকবর হোসেন, কুমিল্লা-৩ এ কে এম মুজিবুল হক, চাঁদপুর-১ এ মোশাররফ হোসেন, চাঁদপুর-২ এ জালাল উদ্দিন, চাঁদপুর-৩ এ শেখ ফরিদ আহমেদ মানিক, চাঁদপুর-৪ এ আবদুল হান্নান, ব্রাহ্মণবাড়িয়া-৪ এ মোসলেম উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া-৫ এ কাজী নাজমুল হোসেন তাপস, ব্রাহ্মণবাড়িয়া-৩ এ খালেদ হোসেন মাহবুব, চট্টগ্রাম-১ এ নুরুল আমিন, চট্টগ্রাম-২ এ আজিম উল্লাহ বাহার, চট্টগ্রাম-৪ ইসহাক চৌধুরী, চট্টগ্রাম-৬ এ জসিম উদ্দিন সিকদার, চট্টগ্রাম-৮ এ আবু সুফিয়ান, চট্টগ্রাম-৯ এ শাহাদাত হোসেন, চট্টগ্রাম-১২ এ এনামুল হক এবং খাগড়াছড়িতে শহীদুল ইসলাম ভূঁইয়া।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর