রবিবার, ২৩ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

প্রধানমন্ত্রীর সামনে নৌকার গান কামরানের

নিজস্ব প্রতিবেদক, সিলেট

প্রধানমন্ত্রীর সামনে নৌকার গান কামরানের

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের পক্ষে প্রচারণায় অংশ নিতে সিলেটে যান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। গতকাল বেলা পৌনে ১১টায় বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে তিনি সিলেট পৌঁছান। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগ সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান ও সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরীসহ দলীয় নেতা-কর্মীরা। বিকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় ভাষণ দেন শেখ হাসিনা। এর আগে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন শেখ হাসিনা। পরে হযরত শাহপরান ও হজরত গাজী বুরহান উদ্দিনের মাজারও জিয়ারত করেন তিনি। মাজার জিয়ারত শেষে সার্কিট হাউসে মধ্যাহ্নভোজ শেষে বেলা সোয়া ৩টায় আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেন তিনি। আলিয়া মাঠে জনসভাস্থলে শেখ হাসিনার গাড়িবহর পৌঁছামাত্র তাকে নিয়ে গান ধরেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান। ‘ঝিলমিল ঝিলমিল করেরে শেখ হাসিনার নাও’ গানের সুরে সুরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান কামরান। এ সময় মাঠে উপস্থিত নেতা-কর্মীরা ‘নৌকা নৌকা’ স্লোগানে স্বাগত জানান প্রধানমন্ত্রীকে। আলিয়া মাদ্রাসা মাঠ আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক নৌকার আদলে সাজানো হয়। সকাল থেকে মিছিল নিয়ে যোগ দেন দলীয় নেতা-কর্মীরা। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন সাংবাদিকদের বলেছেন, আলিয়া মাদ্রাসা মাঠে রেকর্ড সংখ্যক জনসমাগমের মাধ্যমে জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে দলের নেতা-কর্মীরা বিরামহীন কাজ করেছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর