রবিবার, ২৩ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
গাজীপুর-৫

চুমকির জন্য ভোট চাইলেন ব্রিটিশ নারী-পুরুষ

নিজস্ব প্রতিবেদক

চুমকির জন্য ভোট চাইলেন ব্রিটিশ নারী-পুরুষ

নিজ এলাকার গাজীপুর-৫ আসনের প্রচারণার চৌহদ্দি পেরিয়ে নৌকার মাঝি চুমকির প্রচারণা এবার ব্রিটেনে। সেখানে নারী-পুরুষ ফেসবুকে ছবি ও ভিডিও আপলোট করে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির জন্য ভোট চাইছেন। আর দেশে এসব ছবি ও ভিডিও ভাইরাল হচ্ছে। ব্রিটিশ নারীরা প্লাকার্ডে লিখেছেন ÔVOTE FOR চুমকি আপা’ এবং পুরুষরা ভিডিও বার্তায় বলছেন, ‘চুমকি আপার সালাম নিন, নৌকা মার্কায় ভোট দিন’। ব্রিটিশ নারী-পরুষদের ভোট চাওয়া নিয়ে প্রতিমন্ত্রী চুমকি বলেন, আমি যে মন্ত্রণালয়ের দায়িত্বে আছি তা শুধু দেশে নয়, দেশের ভূখণ্ড ছেড়েও এর কাজ করতে হয়। আর এ কারণে বিশ্বের অনেক দেশের মানুষের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে। আমি সত্যি আনন্দিত যে, স্থানীয় নেতা-কর্মীর মতো তারাও আমার জন্য ভোট প্রার্থনা করছেন এবং তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করছেন। কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিন্টু মিয়া জানান, ২০০৮ সালে নবম ও ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে মেহের আফরোজ চুমকি আওয়ামী লীগ তথা ১৪ দলীয় জোটের মনোনয়ন নিয়ে পরপর দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। বর্তমানে তিনি মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের মতো অতি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি গাজীপুর ও নরসিংদী জেলার সংরক্ষিত আসনে মহিলা এমপি ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর