রবিবার, ২৩ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

অর্ধশত আসনে নবীন-প্রবীণ লড়াই

নিজস্ব প্রতিবেদক

প্রধান দুই দল ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপিতে অর্ধশত আসনে এবার নবীন-প্রবীণের জমজমাট লড়াই হবে। কোথাও কোথাও নবীন প্রার্থীরা এগিয়ে থাকলেও প্রবীণ নেতারাও বেশকিছু এলাকায় জনপ্রিয়তা ধরে রেখেছেন। তবে অধিকাংশ আসনেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিয়েছেন ভোটাররা। এরই মধ্যে  ভোটের মাঠে নেমে পড়েছেন নবীন-প্রবীণ প্রার্থীরা। ভোটের উত্তাপে শীতও পাত্তা পাচ্ছে না প্রার্থীদের। চায়ের কাপে ঝড় উঠছে নবীন-প্রবীণের লড়াই নিয়ে। পঞ্চগড়-১ আসনে আওয়ামী লীগের প্রবীণ প্রার্থী মজাহারুল হক প্রধানের বিপরীতে এবার বিএনপির নতুন মুখ তরুণ নেতা ব্যারিস্টার নওশাদ জমির নির্বাচনে লড়বেন। পঞ্চগড়-২ আসনে আওয়ামী লীগের প্রবীণ নূরুল ইসলাম সুজনের সঙ্গে বিএনপির নবীন প্রার্থী ফরহাদ হোসেন আজাদ। দিনাজপুর-৬ আসনে বিএনপির আনোয়ারুল ইসলামের বিপরীতে আওয়ামী লীগের তরুণ প্রার্থী শিবলী সাদিক। নওগাঁ-৫ আসনে বিএনপির জাহিদুল ইসলাম ধলুর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন আওয়ামী লীগের নিজামউদ্দিন জন। মাগুরা-১ আসনে বিএনপির মনোয়ার হোসেনের বিপরীতে আওয়ামী লীগের তরুণ নেতা সাইজ্জামান শিখর। নড়াইল-২ আসনে ২০ দলীয় জোটের প্রার্থী ড. ফরিদুজ্জামান ফরহাদের বিপরীতে আওয়ামী লীগের প্রার্থী তরুণ ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা। ময়মনসিংহ-১০ আসনে আওয়ামী লীগের নবীন প্রার্থী ফাহমি গোলন্দাজ বাবেলের সঙ্গে লড়ছেন ২০ দলীয় জোটের শরিক এলডিপির সৈয়দ মঞ্জুর মোর্শেদ। কিশোরগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের নবীন নেতা রেজওয়ান আহাম্মদ তৌফিকের সঙ্গে লড়বেন এক সময়ের তুখোড় ছাত্রনেতা অ্যাডভোকেট ফজলুর রহমান। শরীয়তপুর-১ আসনে বিএনপির নাসির উদ্দিনের বিপরীতে আওয়ামী লীগের নতুন মুখ ইকবাল হোসেন অপু। শরীয়তপুর-২ আসনে বিএনপির শফিকুর রহমান কিরণের সঙ্গে আওয়ামী লীগের নতুন প্রার্থী এনামুল হক শামীম। শরীয়তপুর-৩ আসনে আওয়ামী লীগের নাহিম রাজ্জাক এবং বিএনপির মিয়া নূরুদ্দিন অপু দু’জনই তরুণ প্রার্থী। মাদারীপুর-২ আসনে আওয়ামী লীগের প্রবীণ নেতা শাজাহান খানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন ছাত্রদলের সাবেক নেতা মিল্টন বৈদ্য। একই অবস্থা মাদারীপুর-৩ আসনেও। সেখানে আওয়ামী লীগের ড. আবদুস সোবহান গোলাপের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন সদ্য বিদায়ী ছাত্রদল নেতা আনিসুর রহমান তালুকদার খোকন। সিরাজগঞ্জ-৫ আসনে আওয়ামী লীগের নবীন প্রার্থী আবদুল মমিন ম লের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপির নবীন প্রার্থী সাবেক ছাত্রনেতা আমিরুল ইসলাম খান আলিম। চট্টগ্রাম-৯ আসনে আওয়ামী লীগের নবীন প্রার্র্থী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের বিপরীতে বিএনপির প্রার্থী কারাবন্দী ডা. শাহাদাত হোসেন। চট্টগ্রাম-১২ আসনে আওয়ামী লীগের প্রবীণ নেতা শামসুল হক চৌধুরীর বিপরীতে বিএনপির নবীন প্রার্থী এনামুল হক এনাম। যশোর-৩ এ আওয়ামী লীগের কাজী নাবিল আহমেদের সঙ্গে লড়ছেন বিএনপির তরুণ প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত। শেরপুর-১ আসনে আওয়ামী লীগের আতিউর রহমান আতিকের বিপরীতে বিএনপির সবচেয়ে কনিষ্ঠ প্রার্থী ডা. এ সানসিলা জেবরিন। ঝিনাইদহ-১ আসনে আওয়ামী লীগের প্রবীণ নেতা আবদুল হাইয়ের বিপরীতে লড়ছেন বিএনপির তরুণ আইনজীবী আসাদুজ্জামান আসাদ। ঝিনাইদ-৪ আসনে আওয়ামী লীগের প্রবীণ নেতা আনোয়ারুল আজিম আনারের সঙ্গে লড়বেন বিএনপির নবীন প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ। খুলনা-৩ আসনে আওয়ামী লীগের বেগম মুন্নুজান সুফিয়ানের বিপরীতে লড়বেন বিএনপির রকিবুল ইসলাম। ঢাকা-২ আসনে আওয়ামী লীগের কামরুল ইসলামের বিপরীতে বিএনপির তরুণ নেতা ইফরান ইবনে আমান লড়ছেন। ঢাকা-১২ আসনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিপরীতে লড়ছেন যুবদল সভাপতি সাইফুল আলম নীরব। গাজীপুর-৪ আসনে আওয়ামী লীগের সিমিন হোসেন রিমির বিপরীতে বিএনপির তরুণ নেতা শাহ রিয়াজুল হান্নান লড়ছেন। চাঁদপুর-৩ আসনে আওয়ামী লীগের ডা. দীপু মনির বিপরীতে শেখ ফরিদ আহমেদ মানিক লড়ছেন। এছাড়া আরও কিছু আসনে নবীন-প্রবীণের লড়াই হবে বলে জানা গেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর