সোমবার, ২৪ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

বগুড়ায় লড়াইয়ে ধানের শীষের মান্না, মরিয়া মহাজোটের জিন্নাহ

আবদুর রহমান টুলু, বগুড়া

বগুড়ায় লড়াইয়ে ধানের শীষের মান্না, মরিয়া মহাজোটের জিন্নাহ

প্রায় আড়াই লাখ ভোটারের রায় নিয়ে সংসদ সদস্য হওয়ার দৌড়ে রয়েছেন ধানের শীষের প্রার্থী নাগরিক ঐক্যের আহ্বায়ক ঐক্যফ্রন্টের নেতা মাহমুদুর রহমান মান্না ও বর্তমান এমপি জাতীয় পার্টির (জাপা) শরীফুল ইসলাম জিন্নাহ। দুই প্রার্থীর নেতা-কর্মী ও সমর্থকরা কাকডাকা ভোর থেকে মধ্যরাত পর্যন্ত গণসংযোগ ও পথসভা করছেন। সংসদ নির্বাচনী আড্ডা জমে উঠেছে পাড়া-মহল্লা, চায়ের দোকান ও মাঠ-ঘাটে। চলছে উঠান বৈঠক, পথসভা ও গণসংযোগ। বগুড়া নির্বাচনী কার্যালয় সূত্রে জানা যায়, বগুড়ার-২ (শিবগঞ্জ) আসনটি রাজনৈতিকভাবে বেশ আলোচিত। ১৯৯৬ সালে এই আসনে এমপি নির্বাচিত হয়েছিলেন বিএনপির আ্যাডভোকেট এ কে এম হাফিজুর রহমান। একই বছর আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে নির্বাচনে অংশ নিয়েছিলেন মাহমুদুর রহমান মান্না এবং জাতীয় পার্টি থেকে অংশ নেন শরীফুল ইসলাম জিন্নাহ। ২০০১ সালের নির্বাচনে বিএনপির প্রার্থী জয়ী হন মরহুম রেজাউল বারি ডিনা এবং ২০০৮ সালের নির্বাচনে অ্যাডভোকেট এ কে এম হাফিজুর রহমান বিএনপি থেকে নির্বাচিত হন।  ২০১৪ সালের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন জাতীয় পার্টির শরীফুল ইসলাম জিন্নাহ।  এই আসনে তৃণমূল থেকে উপজেলা পর্যায়ে প্রধান দুই দলের রাজনৈতিক নেতা-কর্মীরা নিজ দলের প্রচার-প্রচারণা ও ভোটারদের আস্থা অর্জনে একযোগে কাজ করে যাচ্ছেন। আসনটিতে এখন পর্যন্ত প্রচার-প্রচারণায় এগিয়ে রয়েছে ধানের শীষ। আর জয়ের আশায় মাঠ চষে বেড়াচ্ছেন জাতীয় পার্টির এমপি শরীফুল ইসলাম জিন্নাহ। মহাজোটের প্রার্থী জাতীয় পার্টির এমপি শরিফুল ইসলাম জিন্নাহ জানান, গত ৫ বছরে এমপি থাকাকালে এলাকার সব রাস্তাঘাটের উন্নয়ন করেছি। অভাবী মানুষকে কাজের সন্ধান করে দিয়েছি। নদী খনন, ব্রিজ নির্মাণ, শিক্ষার্থীদের জন্য স্কুল উন্নয়ন করে দিয়েছি। এলাকার মানুষ উন্নয়নের স্বার্থে আবারও তাকে লাঙ্গল মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করবেন। বিএনপির ধানের শীষের প্রার্থী মাহমুদুর রহমান মান্না জানান, বগুড়ার শিবগঞ্জ আসনটি বিএনপি অধ্যুষিত এলাকা। এখানকার মানুষ ধানের শীষকে ভোট দিয়ে জয়ী করবে। কিন্তু সরকারের কিছু লোক আমাদের বাধা প্রদান করছে। নেতা-কর্মীদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। আমরা লেভেল ফিল্ড পাইনি। ৩০ ডিসেম্বর পর্যন্ত মাঠেই থাকব।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর