সোমবার, ২৪ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
নাটোর-২

ভোটারদের হুমকির অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে

নাটোর প্রতিনিধি

ভোটারদের হুমকির অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে

নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য প্রার্থী শফিকুল ইসলাম শিমুলের বিরুদ্ধে বিএনপির নেতা-কর্মীদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ১৭ ডিসেম্বর সদর উপজেলার ছাতনী ইউনিয়নে এক নির্বাচনী সভায় তিনি এ হুমকি দেন। এ সংক্রান্ত তার বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ওই নির্বাচনী জনসভায় শত শত মানুষের সামনে শিমুল বলেন, ‘ধানের শীষের নেতা-কর্মীদের এখনো সময় আছে নৌকার পক্ষে কাজ করুন। আপনারা যদি ভালো চান, সুস্থ থাকতে চান, ভালোভাবে এলাকায় বাস করতে চান তাহলে আমাদের নেতা-কর্মীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করুন।  আমি দুলুকে (রুহুল কুদ্দুস তালুকদার দুলু) চার বছর নাটোরে ঢুকতে দেইনি। ধানের শীষের কোনো প্রার্থী বা নেতা-কর্মী, সমর্থক কেউ কেন্দ্রে যাবে না। যারা নৌকায় ভোট দিবে, তারা কেন্দ্রে যাবে।’ এ ঘটনায় নাটোর-২ আসনের জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপি প্রার্থী সাবিনা ইয়াসমিন ছবি সরকার দলীয় প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের দায়ে প্রধান নির্বাচন কমিশন ও রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করেছেন।

এ ব্যাপারে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. শাহরিয়াজ বলেন, অভিযোগ তদন্ত করে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর