মঙ্গলবার, ২৫ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
ফরিদপুর-৪

সাত উন্নয়ন পরিকল্পনা নিয়ে প্রচারণায় কাজী জাফরউল্লাহ

অজয় দাস, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

সাত উন্নয়ন পরিকল্পনা নিয়ে প্রচারণায় কাজী জাফরউল্লাহ

ফরিদপুর-৪ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী দলের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী জাফরউল্লাহ নির্বাচনী এলাকায় সাত উন্নয়ন পরিকল্পনা নিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন। লিখিত আকারে একটি লিফলেট তার পক্ষ থেকে বিলি করা হচ্ছে। এতে আগামী দিনের কর্মপরিকল্পনার উল্লেখ রয়েছে। এগুলো হলো- আগামী দিনে তিনি ফরিদপুর জেলার ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন উপজেলায় বিশেষ অর্থনৈতিক অঞ্চল (ইপিজেড) প্রতিষ্ঠার মাধ্যমে বেকারত্ব দূর; সদরপুর উপজেলার চরমানাইর ইউনিয়নে আড়িয়াল খাঁ নদের ওপর ব্রিজ নির্মাণ; ভাঙ্গা মহিলা কলেজ, সদরপুর মহিলা কলেজ, ভাঙ্গার বেগম শামসুন্নেছা পাইলট বালিকা উচ্চবিদ্যালয় সরকারিকরণ; এই নির্বাচনী এলাকায় একটি কারিগরি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনা গ্রহণ; ঢাকা জেলার দোহার উপজেলার মৈনট ঘাট থেকে ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলার গোপালপুর ঘাট পর্যন্ত ফেরি চলাচলের ব্যবস্থা গ্রহণ করবেন।

 

সর্বশেষ খবর