মঙ্গলবার, ২৫ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
বরিশাল-৫

শেষ সময়ে উন্নয়নের প্রতিশ্রুতি

ভোটারদের মন জয় করতে প্রতিশ্রুতির ফুলঝুরি প্রার্থীদের

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রচারণার শেষ দিকে শুধুই উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন বরিশাল-৫ (সদর) আসনের দুই প্রধান প্রতিদ্বন্দ্বী। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে জেলা আইনজীবী সমিতি চত্বর থেকে শুরু করে ফজলুল হক এভিনিউ হয়ে নগর ভবন এলাকা পর্যন্ত গণসংযোগসহ লিফলেট বিতরণ করেন আওয়ামী লীগের প্রার্থী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম। এ সময় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ৩০ ডিসেম্বর দলমতনির্বিশেষে সবাইকে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। গণসংযোগকালে কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম বলেন, ‘নৌকা বিজয়ী হলে দক্ষিণাঞ্চলে শিল্পকারখানা, গার্মেন্ট হবে। পদ্মা সেতু ও পায়রা বন্দর বাস্তবায়ন হবে। কুয়াকাটা পর্যন্ত ফোর লেন এবং রেললাইন হবে।’ এদিকে গতকাল দুপুর ১টায় নগরের কেডিসি এবং বরফকল বস্তি এলাকায় গণসংযোগ করেন বরিশাল-৫ আসনে ধানের শীষের প্রার্থী বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার। এ সময় বরিশালের উন্নয়ন এবং অবরুদ্ধ গণতন্ত্র ও বেগম জিয়ার মুক্তির জন্য ৩০ ডিসেম্বর সারা দিন ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। গণসংযোগকালে সরোয়ার জানান, তাদের প্রচারণায় নানাভাবে প্রতিবন্ধকতার সৃষ্টি করা হচ্ছে। বরিশালে বিএনপির অনেক প্রার্থী ঘর থেকে বের হতে পারছেন না।

সর্বশেষ খবর