মঙ্গলবার, ২৫ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

নেত্রকোনায় ভোটযুদ্ধে তিন নারী

আলপনা বেগম, নেত্রকোনা

নেত্রকোনায় ভোটযুদ্ধে তিন নারী

নেত্রকোনার পশ্চাৎপদ হাওরাঞ্চলে এবার জমে উঠেছে নির্বাচনী লড়াই। জেলার মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী নিয়ে হাওরের মধ্যে পড়েছে এ আসনটি। এ আসনে এবার ভোটযুদ্ধ করছেন তিনজন নারী। হাওরাঞ্চলের পরিচিত নাম ডিঙ্গাপোতা হাওর। এ হাওরের সন্তান গার্মেন্ট শ্রমিক নেত্রী কমিউনিস্ট পার্টির প্রার্থী জলি তালুকদার। তিনি কেন্দ্রীয় সিপিবির সম্পাদক ও গার্মেন্ট ট্রেড ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক।

একই আসনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রার্থী আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক খাদ্যমন্ত্রী আবদুল মমিনের স্ত্রী রেবেকা মমিন। তিনি দুবারের সংসদ সদস্য। মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা দিনরাত মাঠ চষে বেড়াচ্ছেন। জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন তুলে ধরে ভোটারদের দৃষ্টি কাড়তে চেষ্টা করছেন। ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এদিকে আসনটি উদ্ধার করতে ঐক্যফ্রন্টের প্রার্থী হয়েছেন ১০ ট্রাক অস্ত্র মামলার আসামি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের স্ত্রী তাহমিনা জামান শ্রাবণী। তিনি বিএনপি থেকে মনোনয়ন নিয়ে মাঠে নামেন। নির্বাচনী মাঠে প্রচার-প্রচারণায় নানা অভিযোগ এনে নিজ বাড়িতে কর্মিসভা ও উঠান বৈঠক করে যাচ্ছেন তিনি।

 

সর্বশেষ খবর