মঙ্গলবার, ২৫ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

প্রচারণায় বেয়াই জামাতা শ্যালক স্ত্রী ছেলে-মেয়ে

মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা

কুমিল্লার ১১টি আসনের কয়েকটিতে প্রার্থীর পক্ষে প্রচারণা চালাচ্ছেন বেয়াই, জামাতা, শ্যালক, স্ত্রী, ছেলে-মেয়ে ও বাবা। তারা প্রার্থীর পক্ষে বিভিন্ন প্রতিশ্রুতিও দিচ্ছেন। কুমিল্লা-১ আসনে বিএনপি প্রার্থী ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে তার ছেলে ড. খন্দকার মারুফ হোসেন প্রচারণা চালাচ্ছেন। এ আসনে আওয়ামী লীগের প্রার্থী সুবিদ আলী ভুইয়ার পক্ষে প্রচারণা চালাচ্ছেন তার ছেলে উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী সুমন। কুমিল্লা-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী রাজী মোহাম্মদ ফখরুলের পক্ষে প্রচারণা চালাচ্ছেন তার বাবা আওয়ামী লীগ নেতা ফখরুল ইসলাম মুন্সী। কুমিল্লা-৬ আসনে আওয়ামী লীগের প্রার্থী আ ক ম বাহাউদ্দিন বাহারের পক্ষে প্রচারণা চালাচ্ছেন তার বড় মেয়ে তাহসিন বাহার সূচনা ও তার জামাতা ক্রিকেট সংগঠক সাইল আলম রনি। এ ছাড়া আ ক ম বাহাউদ্দিন বাহারের বেয়াই নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানও কুমিল্লায় তার পক্ষে প্রচারণা চালান। বিএনপির প্রার্থী আমিন-উর-রশিদ ইয়াছিনের পক্ষে প্রচারণা চালাচ্ছেন তার শ্যালক মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি নিজাম উদ্দিন কায়সার। কুমিল্লা-৭ আসনে আওয়ামী লীগের প্রার্থী অধ্যাপক আলী আশরাফের পক্ষে প্রচারণা চালান তার ছেলে এফবিসিসিআইর সহসভাপতি মুনতাকিম আশরাফ টিপু। কুমিল্লা-৯ আসনে আওয়ামী লীগের প্রার্থী তাজুল ইসলামের পক্ষে প্রচারণা চালান তার শ্যালক উপজেলা ভাইস চেয়ারম্যান মহব্বত আলী। কুমিল্লা-১০ আসনে আওয়ামী লীগের প্রার্থী আ হ ম মুস্তফা কামালের পক্ষে প্রচারণা চালান তার মেয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের চেয়ারম্যান নাফিসা কামাল। বিএনপির প্রার্থী কারাবন্দী মনিরুল হক চৌধুরীর পক্ষে প্রচারণা চালান তার মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. চৌধুরী সায়মা ফেরদৌস। কুমিল্লা-১১ আসনে আওয়ামী লীগের প্রার্থী মুজিবুল হক মুজিবের পক্ষে প্রচারণা চালাচ্ছেন তার স্ত্রী অ্যাডভোকেট হনুফা আক্তার রিক্তা।

সর্বশেষ খবর